Premer Jalai Joila Mori Ghum Ase Na Raite
প্রেম জ্বালায় জ্বইলা মরি ঘুম আসে না রাইতে
Premer Jalai Joila Mori Ghum Ase Na Raite
প্রেম জ্বালায় জ্বইলা মরি ঘুম আসে না রাইতে
প্রেম জ্বালায় জ্বইলা মরি ঘুম আসে না রাইতে
আমার মন চায়
আমার মন চায়
আমার মন চায় বন্ধুরে কাছে পাইতে।
আমার মন চায় বন্ধুরে একটু ধরতে।
প্রেম জ্বালায় জ্বইলা মরি ঘুম আসে না রাইতে
প্রেম জ্বালায় জ্বইলা মরি ঘুম আসে না রাইতে
আমার মন চায়
আমার মন চায়
আমার মন চায় বন্ধুরে কাছে পাইতে।
আমার মন চায় বন্ধুরে একটু ধরতে।
—
অল্প-স্বল্প প্রেম করিতাম যখন বন্ধুর সাথে
স্কুল ফাকি দিয়া যাইতাম বন্ধুরে দেখিতে
দেখা পাইলে বসতাম যাইয়া প্রাণ বন্ধুর পাশে
অন্তরটা জুড়াইয়া যাইত প্রেমেরও পরশে
অল্প-স্বল্প প্রেম করিতাম যখন বন্ধুর সাথে
স্কুল ফাকি দিয়া যাইতাম বন্ধুরে দেখিতে
দেখা পাইলে বসতাম যাইয়া প্রাণ বন্ধুর পাশে
অন্তরটা জুড়াইয়া যাইত বন্ধুরও পরশে
জড়াইয়া ধরতাম আবেশে বুকে চাইতাম শুইতে
জড়াইয়া ধরতাম আবেশে বুকে চাইতাম শুইতে
আমার মন চায়
আমার মন চায়
আমার মন চায় বন্ধুরে কাছে পাইতে।
আমার মন চায় বন্ধুরে একটু ধরতে।
—
ধীরে ধীরে প্রেমটা একটু গাড় হইয়া গেল
বন্ধু ছাড়া কোন কিছু আর লাগেনা ভাল
বুকের ভেতর মনের কোনে কোথায় যেন জ্বলে
ধরা পইড়া গেছি আমি বন্ধুর প্রেমের জালে
ধীরে ধীরে প্রেমটা একটু গাড় হইয়া গেল
বন্ধু ছাড়া কোন কিছু আর লাগেনা ভাল
বুকের ভেতর মনের কোনে কোথায় যেন জ্বলে
ধরা পইড়া গেছি আমি বন্ধুর প্রেমের জালে
একদিন কাছে না পাইলে মনে চাই যে মরতে
একদিন কাছে না পাইলে মনে চাই যে মরতে
আমার মন চায়
আমার মন চায়
আমার মন চায় বন্ধুরে কাছে পাইতে।
আমার মন চায় বন্ধুরে একটু ধরতে।
—
তার কিছুদিন পরে আইলো কালবৈশাখী ঝড়
বাতাসে ভাঙ্গিয়া গেল সাধের প্রেমের ঘর
বন্ধু হইলো পর আমারই কেমনে তারে ভুলি
কলিজাতে আগুন জ্বলে কেমনে তারে বলি
তার কিছুদিন পরে আইলো কালবৈশাখী ঝড়
বাতাসে ভাঙ্গিয়া গেল সাধের প্রেমের ঘর
বন্ধু হইলো পর আমারই কেমনে তারে ভুলি
কলিজাতে আগুন জ্বলে কেমনে তারে বলি
আক্কাস দেওয়ান শুধুই জ্বলি পারিনা আর সইতে
আক্কাস দেওয়ান শুধুই জ্বলি পারিনা আর সইতে
আমার মন চায়
আমার মন চায়
আমার মন চায় বন্ধুরে কাছে পাইতে।
আমার মন চায় বন্ধুরে একটু ধরতে।