প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি Lyrics | Prem Prem Bole Koro Court Kachari Lyrics

লালন সাইজি

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি Lyrics

Prem Prem Bole Koro Court Kachari Lyrics

Fakir Lalon Shai

 

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি Lyrics

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি।
সেই প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী।।
প্রেমের উৎপত্তি কিসে
শূন্য কি ভাণ্ড মাঝে।
কোন প্রেমে ঘুরি ফিরি অহর্নিশি।।
কোন প্রেমে মাতাপিতা
খণ্ড করে জীবাত্মা।
না জেনে সেই প্রেমের কথা
গোলমাল করি।।
কোন প্রেমে মা কালী
পদতলে মহেশ্বর বলি।
লালন বলে ধন্য দেবী
জয় জয় হরি।।

Prem Prem Bole Koro Court Kachari Lyrics

Prem prem bole koro court kachari.

Sei premer bari kothay bolo Bihari..

Premer utpotti kishe

Shunno ki bhando majhe.

Kon preme ghuri firi ohornishi..

Kon preme matapita

Khondo kore jibatma.

Na jene sei premer kotha

Golmal kori..

Kon preme Ma Kali

Podotole Moheshwor boli.

Lalon bole dhonno debi

Joy joy Hori..

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি (Prem Prem Bole Koro Court Kachari)

  • গীতিকার ও সুরকার (Lyricist & Composer): ফকির লালন সাঁই (Fakir Lalon Shah)

  • ধরণ (Genre): লালন গীতি / বাউল গান (Lalon Geeti / Baul Folk)

  • বিষয়বস্তু (Theme): প্রেমের আধ্যাত্মিক তত্ত্ব ও সৃষ্টির রহস্য (Spiritual theory of Love and Creation)

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি লিরিক্স (Prem Prem Bole Koro Court Kachari Lyrics) – লালন গীতি

“প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি” বাউল সম্রাট ফকির লালন সাঁইজির একটি অত্যন্ত গভীর দার্শনিক গান। লালন সাঁইজি তার গানের মাধ্যমে সবসময় সমাজ ও আধ্যাত্মিকতার গূঢ় রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন। এই গানটিতে তিনি তথাকথিত ‘প্রেম’ নিয়ে মানুষের শোরগোল বা তর্ক-বিতর্ককে ‘কোর্ট কাচারি’ বা আদালতের বিবাদ হিসেবে ব্যঙ্গ করেছেন।

গানে লালন প্রশ্ন তুলেছেন প্রেমের আসল উৎস নিয়ে। তিনি জানতে চেয়েছেন, এই প্রেমের উৎপত্তি কোথায়—শূন্যে নাকি ভাণ্ডে (দেহে)? সৃষ্টির আদিতে মাতা-পিতা বা প্রকৃতি ও পুরুষের যে মিলন, যা জীবাত্মা তৈরি করে, সেই প্রেমের স্বরূপ না জেনেই মানুষ অহেতুক গোলমাল করে। গানে মা কালী এবং মহেশ্বরের (শিব) প্রসঙ্গ এনে লালন তন্ত্র ও দেহতত্ত্বের এক গভীর ইঙ্গিত দিয়েছেন।

ফরিদা পারভীন, টুন টুন বাউল সহ অনেক প্রখ্যাত শিল্পী এই গানটি গেয়েছেন। যারা লালন দর্শন ও দেহতত্ত্ব বুঝতে চান, তাদের জন্য এই গানের কথাগুলো অনুধাবন করা জরুরি।

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি” গানটির রচয়িতা কে? উত্তর: এই কালজয়ী দার্শনিক গানটির রচয়িতা হলেন মহাত্মা ফকির লালন সাঁই (Lalon Shah)।

প্রশ্ন: গানে ‘কোর্ট কাচারি’ বলতে কী বোঝানো হয়েছে? উত্তর: এখানে ‘কোর্ট কাচারি’ বলতে আক্ষরিক অর্থে আদালত বোঝানো হয়নি। মানুষ প্রেম নিয়ে যে অহেতুক তর্ক-বিতর্ক, শোরগোল বা বাহ্যিক আড়ম্বর করে, সেটাকেই লালন সাঁইজি রূপক অর্থে ‘কোর্ট কাচারি’ বলেছেন।

প্রশ্ন: “লালন বলে ধন্য দেবী জয় জয় হরি” – এই লাইনের তাৎপর্য কী? উত্তর: লালন সাঁইজি এই গানে শাক্ত (কালী) এবং বৈষ্ণব (হরি) উভয় দর্শনের মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি সৃষ্টির আদি শক্তি বা দেবীকে ধন্য বলে স্বীকার করেছেন।

প্রশ্ন: “Prem Prem Bole Koro Court Kachari” গানের লিরিক্স কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

1 thought on “প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি Lyrics | Prem Prem Bole Koro Court Kachari Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *