প্রেম পিরিতি ভালোবাসা নাই Lyrics | Prem Piriti Bhalobasa Nai Lyrics

প্রেম পিরিতি ভালোবাসা নাই Lyrics | Prem Piriti Bhalobasa Nai Lyrics

প্রেম পিরিতি ভালোবাসা নাই
কথা,সুর,শিল্পী: অর্জুন বিশ্বাস

 

প্রেম পিরিতি ভালোবাসা নাই Lyrics

 


প্রেম পিরিতি ভালোবাসা নাই মানুষের মনে,
দয়ামায়া উইঠা গেছে চইলা গেছে বনে।।
ও ময়নার মা চল যাই আমরাও বৃন্দাবনে।।।
দেখি মানুষের মাঝে মানবতারই অভাব,
সভ্য মানুষের মাঝে দেখি পশুভাব।।
আরে শরম লাগে মানুষরূপী।।
পশুর আচরনে।
চল যাই আমরাও বৃন্দাবনে
ও ময়নার মা চল যাই আমরাও বৃন্দাবনে।।
আরে কথায় কথায় খুন খারাপি বাড়াবাড়ি কত,
পশুর মাঝেও যায়না দেখা এই মানু্ষের মত।।
আরে/পশু দর্শন হয়রে কিছু।।
মানুষ দরশনে।
চল যাই আমরাও বৃন্দাবনে
ও ময়নার মা চল যাই আমরাও বৃন্দাবনে।।
বন্য পশুর পেট ভরিলে খাওয়ার কথা কয়না,
মানুষ যতই খাকনা কেন,
খাই খাই শেষ হয়না(আরে)।।
আরে পশুর চেয়েও মানুষ অধম।।
লাভ কি বিভাজনে?
চল যাই আমরাও বৃন্দাবনে
ও ময়নার মা চল যাই আমরাও বৃন্দাবনে।
প্রেম পিরিতি ভালোবাসা নাই মানুষের মনে
দয়ামায়া উইঠা গেছে চইলা গেছে বনে।
ও ময়নার মা চল যাই আমরাও বৃন্দাবনে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *