Prabhu Jagannath Lyrics | প্রভু জগন্নাথ | Iman Chakraborty | রথযাত্রা স্পেশাল

Prabhu Jagannath Lyrics

প্রভু জগন্নাথ

Prabhu Jagannath

Iman Chakraborty

রথযাত্রা স্পেশাল

Prabhu Jagannath Lyrics

নীলাচলে নীলমাধব জাগো ব্রজের বংশীধারী
জয় জয় প্রভু জগন্নাথ
জয় জয় জয় জয় শ্রীহরি…

তুমিই গোপাল , ব্রজের রাখাল
তুমিই শ্যামল, শচীর দুলাল –
যুগ অবতার যুগের হরি

ওগো ও নন্দ দুলাল
বিরাজিছো সর্বলোকে –
ওগো ও বুজ্ঞবিহারী

তুমিই কানাই , নদের নিমাই
তুমিই রাম , ছিলে গো ত্রেতায়
ওগো প্রেমের শিরোমণি
বামে তোমার ও যে রাই
মা যশোদার নয়ণমনি
ওগো বিনোদ বিহারী… জয়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *