Pherari Mon Lyrics | ফেরারি মন | আলো আলো রং | Shreya Ghoshal & Babul Supriyo | Shantanu Moitra

Pherari Mon Lyrics

ফেরারি মন

আলো আলো রং

Shreya Ghoshal & Babul Supriyo

Shantanu Moitra

 

Song Credit:
Song: Pherari Mon
Album Title: Antaheen
Artist: Shreya Ghoshal/Babul Supriyo
Music Director: Shantanu Moitra
Lyricist: Aninda Chatterjee/Chandril Bhattacharya
Filmstar: Sharmila Tagore/Aparna Sen/Kunal Roy/Rahul Bose/Radhika Apte
Director: Aniruddha Roychowdhary

 

Pherari Mon Lyrics

Song Lyrics:
আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

হু.. চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়ির মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন
আহা অগোছালো ঘর খড়-কুটোময় চিলেকোঠা কোন
আহা হা আহাহা..
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ..
হু.. ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল
আলো আলো রঙ জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

গুঁড়ো গুঁড়ো নীল রঙ পেন্সিল জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়া আজ ঢেকেছে আঁচল
আহা ফুটপাথ এ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়
আহা হা আহাহা..

কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন..

Pherari Mon Lyrics in Bangla

আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
ছোট ছোট দিন আলাপে রঙ্গিন নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
গুড়ো গুড়ো নীল রং পেনসিল জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *