পেত্নীর মত রূপ যে তোমার Lyrics
Petnir Moto Rup Je Tomar Lyrics
শিরোনাম: পেত্নীর মত রূপ যে তোমার
Title: Petnir Moto Rup je tomar
পেত্নীর মত রূপ যে তোমার Lyrics
পেত্নীর মত রূপ যে তোমার মাথায় পাকা চুল
দাঁতগুলো তরমুজের বিচি দাঁতে মাখো গুল (২)
জন্মেও দেখিনি তোমায় সাবান দিতে গায়
তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়
তবু তোমায় ভালবেসে (২)
হয়েছি আকুল
তুমি আমার প্রাণের প্রিয় আমি তোমারই আবুল
দাঁতগুলো তরমুজের বিচি দাঁতে মাখো গুল।।
গরুর মত চোখ যে তোমার নাইবা কইলাম থাক-
নাকের উপর দিয়ে গেছে পাঁচ টন-ই ট্রাক
তবুও তুমি দেখাও কতো (২)
দেমাগের স্যাম্পল
তাতেও আমি আছি রাজি করিতে কবুল(২)
দাঁতগুলো তরমুজের বিচি দাঁতে মাখো গুল।।