Pakhitar Buke Jeno Teer Merona Lyrics | পাখিটার বুকে যেন তীর মেরো না

পাখিটার বুকে যেন তীর মেরো না
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেড়ো না
Pakhitar Buke Jeno Teer Merona Lyric
পাখিটার বুকে যেন তীর মেরো না
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
শিল্পী: মোহাম্মদ রফি/সতীনাথ মুখোপাধ্যায়

Pakhitar Buke Jeno Teer Merona Lyric

না না না
[পাখীটার বুকে যেন তীর মেরোনা
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেড়োনা
না না না]-২
[দেখ ভেবে পাখিটা মরে গেলে
ফাগুন বিদায় নেবে]-২
ওর গানই যে
ফুল ফোঁটার প্রেরণা।
পাখীটার বুকে যেন তীর মেরোনা
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেড়োনা
না না না।
চাও নাকি পাখিটা সারাদিন
গান গেয়ে ঘরে ফেরতার
ভেঙ্গোনা ওর সোনার সংসার।
কত সুখী ওর ওই গান শুনে
ফোঁটে যে সূর্য্যমুখী;
যদি আনন্দ পেতে চাও
ওকে তুমি ছেঁড়োনা।
পাখীটার বুকে যেন তীর মেরোনা
ওকে গাইতে দাও
ওর কন্ঠ থেকে গান কেড়োনা
না না না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *