চাই না মাগো রাজা হতে,রাজা হবার সাধ নাই মাগো,দুবেলা যেন পাই মা খেতে………আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা,পাই যেন তায় খড় যোগাতে,আমার মাটির ঘর যে সোনার ঘর মা,ওমা ! কি হবে দালানেতে,যদি দালানকোঠায় রাখো মাগো,পারব না আর ‘মা’ বলিতে ||যদি…
আমায় একটু জায়গা দাও মন্দিরে বসিআমি অনাহূত একজন, অনেক দোষেতে দোষী।। আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবোকারো কাজে বাধা দিলে সাজা দিও যত খুশীআমায় সাজা দিও যত খুশী।। ভেব না হঠাত্ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেবদুর…
সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমিতোমার কর্ম তুমি করো মালোকে বলে করি আমি ।পঙ্কে বদ্ধ কর করী পঙ্গুরে লঙ্ঘাও গিরিকারে দাও মা ব্রহ্মপদ কারে কর অধোগামী।।আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনীআমি রথ তুমি রথী যেমন চালাও …
দূরিতবারিণি ও মা হররানি ডাকিছে কাতরে এ দীন সন্তান,করিয়া যতন কমল আসন পেতেছি হৃদয়ে কর অধিষ্ঠান।।শিখাইয়া দাও তুমি মা ভবানি, কেমনে পূজিব চরণ দু’খানি,ভজন পূজন কিছুই না জানি, তাই ভাবি কিসে পাব পদে স্থান।।ভরসা কেবল করুণা তোমার তাই এ সন্তান…
রাঙা জবা দিতে গিয়ে,মরি আমি লজ্জা পেয়ে।।তোর চরণ যে মা আরো রাঙা,বনের জবা ফুলের চেয়ে।রাঙা জবা দিতে গিয়ে,মরি আমি লজ্জা পেয়েরাঙা জবা দিতে গিয়ে। এমন রাঙা জবার ডালি,কোন্ বনে পাব মা কালী।।আমি চেয়ে চেয়ে দেখি শুধু,ওরে ধারা বহে নয়ন বেয়ে…
জয় তারা বলে ডুব দে আমার মন,জয় তারা বলে ডুব দে আমার মন ||দুঃখ জ্বালা ঘুচে যাবে,পাবি রে রতন |তারা মায়ের নেই তুলনা,এলোকেশী ত্রিনয়না, ফুলে ফুলে সাজিয়ে মাকে করি যে বরণ ||জয় তারা বলে ডুব দে আমার মন…..দেবাদিদেব শিবের জায়া,শতরূপে…
মা আমার সাধ না মিটিলআশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা।জনমের শোধ ডাকি গো মা তোরেকোলে তুলে নিতে আয় মা।পৃথিবীর কেউ ভাল তো বাসে নাএ পৃথিবী ভালবাসিতে জানে না।যেথা আছে শুধু ভালবাসাবাসিসেথা যেতে প্রাণ চায় মা।বড় দাগা পেয়ে বাসনা ত্যেজেছিবড়…
ভুবন ভুলাইলি মা হরমোহিনী Bhubon Bhulaili Maa Hormohini Shyama Sangeet নন্দ কুমারের গান সিন্দু-ভৈরবী তেতালাকন্ঠ-অনুপ জলোটা মা..মা.. ভুবন ভুলাইলি মা,হরমোহিনী(২) ভুবন ভুলাইলি মা মূলাধারে মহোৎপলে বীনাবাদ্য-বিনোদিনী(২) ভুবন ভুলাইলি মা,হরমোহিনী ভুবন ভুলাইলি মা শরীর শারীর যন্ত্রে, সুষুম্নাদি ত্রয় তন্ত্রে গুনভেদে মহামন্ত্রে…
অপার সংসার,নাহি পারাপার..অপার সংসার,নাহি পারাপার-মাগো মা।।ভরসা শ্রীপদ,সঙ্গের সম্পদ,বিপদতারিনী,করগো নিস্তারমাগো-মাঅপার সংসার,নাহি পারাপার মাগো-মা। যে দেখি তরঙ্গ অগাধ বারি,ভয়ে কাঁপে অঙ্গ,ডুবে বা মরি।।দিয়ে চরণ-তরী,তার কৃপা করি,কিঙ্কর তোমারি,রাখ এইবারমাগো-মাঅপার সংসার,নাহি পারাপার মাগো-মা বহিছে তুফান নাহিক বিরামথরথর অঙ্গ কাঁপে অবিরাম।পুরাও মনস্কাম,জপি তারানাম,তারা তব নাম…
মা আছেন আর আমি আছি,ভাবনা কি আর আছে আমার।।আমি মায়ের হাতে খাই পরিমা নিয়েছেন আমার ভার।।মা আছেন আর আমি আছিভাবনা কি আর আছে আমার পড়ে সংসার পাকেঘোর বিপাকেযখন দেখি অন্ধকার।।সেই ঘোর আঁধারেমা আমারেবানী শোনায় বারে বারমা আছেন আর আমি আছিভাবনা…