ওরে ও পরাণের মাঝি লিরিক্স | Ore O Poraner Majhi Lyrics

ওরে ও পরাণের মাঝি লিরিক্স

Ore O Poraner Majhi Lyrics

 

Table of Contents

ওরে ও পরাণের মাঝি লিরিক্স

 

ওরে ও পরাণের মাঝি
আমার কথা লইয়ো রে মাঝি
আমার কথা লইও।
ঝড়-তুফান আইলে রে ডিঙা
কিনারে লাগাইয়ো।।
পশ্চিমা সায়রের বামে
ঢেউ যে খেলায় পানি
সে পন্থে চালাইতে ডিঙা
পরান টানাটানি।
বাতাসে পাল তুলি বন্ধু
ঐ পন্থে না যাইও৷।
না যাইও, না যাইওরে বন্ধু
হালা পানির বাঁকে
হাঙর, কুমির, চিতা বন্ধু
খাপে বইসা থাকে।
সামনে যদি আসে বালাই
পীরের দোহাই দিও।।
ফাইড়া কোনে বাইরার মেঘ
তার উপরে বেওয়া
ঝিলিক, ঠাডা দেখো যদি
না দিওরে খেওয়া।
দীঘল পাড়ি জোগাইতে
মেঘের গতি চাইও।।

 

Ore O Poraner Majhi Lyrics


🎸
শিরোনাম: ওরে ও পরানের মাঝি
গীতিকার:
সুরকার:
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
ভিডিও লিঙ্ক https://youtu.be/0o-F3GSH-W0?si=vu_WiVV_NDWzfn9R
অ্যালবাম: আল্লাহ মেঘ দে
ধরন: পল্লিগীতি
প্রকাশ: ১৯৮৯/১৯৯৫
শ্রুতি লিখন ও লিরিক মুদ্রণ:

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *