ওরে আমার জীবন নদীর নাইয়া রে Lyrics | Ore Amar Jibon Nodir Naiya Re Lyrics

ওরে আমার জীবন নদীর নাইয়া রে Lyrics

Ore Amar Jibon Nodir Naiya Re Lyrics

ওরে আমার জীবন নদীর নাইয়া রে
Ore Amar Jibon Nodir Naiya Re
বিচ্ছেদী গান
কথা ও সুর: বিজয় সরকার

 

ওরে আমার জীবন নদীর নাইয়া রে Lyrics


[কবে আমার তীরে ভিড়াবে নাও
ধীরে ধীরে বাইয়া রে
ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[বের হইয়াছি সেই যে ভোরে আমি ধরণীর ধূলে
খেলা করে বেলা গেল দয়াল তোমারে ভুলে]-২
[এখন দিনের শেষে নদীর কূলে
আমি রয়েছি দাঁড়াইয়ারে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[ষোল আনা তবিল নিয়ে করেছি কারবার
জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার]-২
[আমার হিসাবের আর নেই সারবার,
দেখেছি মিলাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি
নদীর কূলে কাঁদি এখন বিপদে পড়ি]-২
[আমি দীন ভিখারী পারের কড়ি
ফেলেছি হারাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[সাথি যারা গেছে তারা ফেলিয়া আমায়
এখন শুধু বসে আছি দয়াল তোমারি আশায়]-২
[তুমি কাঙাল বলে এই অভাগায়
দিওনা ফিরাইয়া রে]-২
ওরে আমার জীবন ও জীবন নদীর নাইয়া রে।
[পাগল বিজয় বলে আছি আমি এ ভবেরই কূলে,
কবে এসে নাবিক বন্ধু আমায় নেবে যে তুলে]-২
[আমার পারের তরী নেবে খুলে
গনের লগন পাইয়া রে]-২
ওরে আমার জীবন ও জীবন নদীর নাইয়া রে।
[কবে আমার তীরে ভিড়াবে নাও
ধীরে ধীরে বাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-৩

 

Ore Amar Jibon Nodir Naiya Re Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *