ওরে আমার জীবন নদীর নাইয়া রে Lyrics
Ore Amar Jibon Nodir Naiya Re Lyrics
ওরে আমার জীবন নদীর নাইয়া রে
Ore Amar Jibon Nodir Naiya Re
বিচ্ছেদী গান
কথা ও সুর: বিজয় সরকার
ওরে আমার জীবন নদীর নাইয়া রে Lyrics
[কবে আমার তীরে ভিড়াবে নাও
ধীরে ধীরে বাইয়া রে
ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[বের হইয়াছি সেই যে ভোরে আমি ধরণীর ধূলে
খেলা করে বেলা গেল দয়াল তোমারে ভুলে]-২
[এখন দিনের শেষে নদীর কূলে
আমি রয়েছি দাঁড়াইয়ারে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[ষোল আনা তবিল নিয়ে করেছি কারবার
জমা শূন্য খরচ বেশি হয়েছে বারবার]-২
[আমার হিসাবের আর নেই সারবার,
দেখেছি মিলাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি
নদীর কূলে কাঁদি এখন বিপদে পড়ি]-২
[আমি দীন ভিখারী পারের কড়ি
ফেলেছি হারাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-২
[সাথি যারা গেছে তারা ফেলিয়া আমায়
এখন শুধু বসে আছি দয়াল তোমারি আশায়]-২
[তুমি কাঙাল বলে এই অভাগায়
দিওনা ফিরাইয়া রে]-২
ওরে আমার জীবন ও জীবন নদীর নাইয়া রে।
[পাগল বিজয় বলে আছি আমি এ ভবেরই কূলে,
কবে এসে নাবিক বন্ধু আমায় নেবে যে তুলে]-২
[আমার পারের তরী নেবে খুলে
গনের লগন পাইয়া রে]-২
ওরে আমার জীবন ও জীবন নদীর নাইয়া রে।
[কবে আমার তীরে ভিড়াবে নাও
ধীরে ধীরে বাইয়া রে]-২
[ওরে আমার জীবন নদীর নাইয়া রে]-৩