ওয়ান টু থ্রি পেলাম একটা বিড়ি – কারো শৈশবে কী এই কবিতার স্মৃতি আছে?
One Two Three Pelam Ekta Biri
ওয়ান টু থ্রি পেলাম একটা বিড়ি
ওয়ান টু থ্রি
পেলাম একটা বিড়ি।
বিড়িতে নাই আগুন
পেলাম একটা বেগুন।
বেগুনে নেই বিচি
পেলাম একটা কাচি।
কাচিতে নেই ধার
পেলাম একটা হার।
হারের নেই লকেট
পেলাম একটা পকেট।
পকেটে নেই টাকা
চলে এলাম ঢাকা।
ঢাকায় নাই ভাত
দিলাম একটা পাদ
পাদে নেই গন্ধ
হাই ইস্কুল বন্ধ
হাই ইস্কুলে যাব না
বেতের বাড়ি খাব না
বেত গেছে ভেঙ্গে
মাস্টার দিসে কাইন্দে।
কারো শৈশবে কী এই কবিতার স্মৃতি আছে?
ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি আরেক সংস্করণ
ওয়ান টু থ্রি
পাইলাম একটা বিড়ি।
বিড়িতে নাই আগুন
পাইলাম একটা বেগুন।
বেগুনে নাই বিচি
পাইলাম একটা কেচি।
কেচিতে নাই ধার
পাইলাম একটা হার।
হারের নাই লকেট
পাইলাম একটা পকেট।
পকেটে নাই টাকা
কেমনে যামু ঢাকা।
ঢাকায় নাই ভাত
দিলাম একটা ***
**** এর নাই গন্ধ
হাই ইস্কুল বন্ধ
হাই ইস্কুলে যামুনা
বেতের বাড়ি খামুনা
বেত গেছে ভাইঙ্গা
মাস্টার দিসে কাইন্দা…