Olir Katha Shune Bakul Hase – lyrics | অলির কথা শুনে বকুল হাসে | Hemanta Mukherjee

Olir Katha Shune Bakul Hase
অলির কথা শুনে বকুল হাসে
Hemanta Mukherjee



অলির কথা শুনে বকুল হাসে

কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!

ধরার ধূলিতে যে ফাগুন আসে

কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো!

আকাশ পাড়ে ঐ অনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে

আকাশ পাড়ে ঐ অনেক দূরে

যেমন করে মেঘ যায় গো উড়ে

যেমন করে সে হাওয়ায় ভাসে

কই, তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো!

অলির কথা শুনে বকুল হাসে

কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?

চাঁদের আলোয় রাত যায় যে ভরে

তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে?

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে নীড়ে একটি পাখি

সাথীরে কাছে তার নেয় গো ডাকি

যেমন করে সে ভালোবাসে

কই, তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো!

অলির কথা শুনে বকুল হাসে

কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো!

ধরার ধূলিতে যে ফাগুন আসে

কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো!

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *