ওগো দেবতা ব্যথাহারি মোর Lyrics
Ogo Debota Byathahari Mor Lyrics
ওগো দেবতা ব্যথাহারি মোর
Ogo Debota Byathahari Mor
কথা: কবিয়াল বিজয় সরকার
শিল্পী: কাজল গাইন
ওগো দেবতা ব্যথাহারি মোর Lyrics
ওগো দেবতা ব্যথাহারি মোর,
থাকিও না আর ভুলিয়া
আশার বাণী কও আপন হাতে
দাও দেউল দুয়ার খুলিয়া।।
[কাঁদিছে বিশ্ব তোমারই কারণ
তোমা বিনা অশ্রু কে করে বারণ ?]-২
তরুণ অরুনসম করুণা কিরণ
শ্রী করে দাও বুলিয়া।।
[সন্ধ্যার আঁধার ওই আসিল ঘিরে
পারের কান্ডারী তুমি অকূল নীরে]-২
পাগল বিজয় কাঁদিছে দাঁড়ায়ে তীরে,
তরীতে লহ তুলিয়া।।