ওগো বৈশাখী ঝড় Lyrics | Ogo Boishakhi Jhor Lyrics

ওগো বৈশাখী ঝড় Lyrics

Ogo Boishakhi Jhor Lyrics

নজরুলের বৈশাখী গান ০৩

 

ওগো বৈশাখী ঝড় Lyrics


ওগো বৈশাখী ঝড় লয়ে যাও লয়ে যাও
অবেলায় ঝরা এ মুকুল
লয়ে যাও আমার জীবন
এই পায়ে দলা ফুল।।
ওগো, নদীজল লহ আমারে
বিরহের সেই মহাপাথারে
চাঁদের পানে চাহি যে পারাবার
অনন্তকাল কাঁদে বেদনা ব্যাকুল।।
ওরে মেঘ মোরে সেই দেশে রেখে আয়
যে দেশে যায় না শ্যাম মথুরায়
ভরেনা বিষাদ বিষে এ জীবন
যে দেশে ক্ষণিকের ভুল।।

 

Ogo Boishakhi Jhor Lyrics


🪘
শিরোনাম: ওগো বৈশাখী ঝড়
গীতিকার সুরকার: কাজী নজরুল ইসলাম
রাগ: মনোরঞ্জনী
তাল: ত্রিতাল
ভিডিও লিঙ্ক: https://youtu.be/6cs66bbG_QA?si=gKBjhh1K4TcDsNTl

Check Also

Ki Ache Jibone Amar

কী আছে জীবনে আমার Lyrics | Ki Achhe Jibone Aamar Lyrics

কী আছে জীবনে আমার Lyrics Ki Achhe Jibone Aamar Lyrics কী আছে জীবনে আমারKi Achhe …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *