ওগো বৈশাখী ঝড় Lyrics
Ogo Boishakhi Jhor Lyrics
নজরুলের বৈশাখী গান ০৩
ওগো বৈশাখী ঝড় Lyrics
ওগো বৈশাখী ঝড় লয়ে যাও লয়ে যাও
অবেলায় ঝরা এ মুকুল
লয়ে যাও আমার জীবন
এই পায়ে দলা ফুল।।
ওগো, নদীজল লহ আমারে
বিরহের সেই মহাপাথারে
চাঁদের পানে চাহি যে পারাবার
অনন্তকাল কাঁদে বেদনা ব্যাকুল।।
ওরে মেঘ মোরে সেই দেশে রেখে আয়
যে দেশে যায় না শ্যাম মথুরায়
ভরেনা বিষাদ বিষে এ জীবন
যে দেশে ক্ষণিকের ভুল।।
Ogo Boishakhi Jhor Lyrics
🪘
শিরোনাম: ওগো বৈশাখী ঝড়
গীতিকার সুরকার: কাজী নজরুল ইসলাম
রাগ: মনোরঞ্জনী
তাল: ত্রিতাল
ভিডিও লিঙ্ক: https://youtu.be/6cs66bbG_QA?si=gKBjhh1K4TcDsNTl