ওগো ভগবান Lyrics | Ogo Bhagawan Lyrics

ওগো ভগবান Lyrics

Ogo Bhagawan Lyrics

ওগো ভগবান
Ogo Bhagawan
অ্যালবাম: রাতের রজনীগন্ধা
কথা: কিশোর চ্যাটার্জী
সুর: শিবদাস ব্যানার্জী
কণ্ঠ: কুমার শানু



ওগো ভগবান Lyrics



[ওগো ভগবান বুঝি না যে তোমায়]-২
যে দোষী তারে বাঁচাও
যে ভালো তারে কাঁদাও
জানি না কেন বাঁচাও?
বুঝি না কেন কাঁদাও?
ওগো ভগবান বুঝি না যে তোমায়!
[যে অন্যের ভালো করে,যে বুকে টেনে ধরে
তার চোখে কেন জল শুধু ঝরে পড়ে]-২
[এই কি কাজ তোমার,এই বিচার হয় তোমার?]-২
যার বুকে ভালোবাসা সে কেঁদে মরে
যে দোষী তারে বাঁচাও!
জানি না কেন বাঁচাও?
বুঝি না কেন কাঁদাও?
ওগো ভগবান বুঝি না যে তোমায়!
[যে স্বপ্ন দেখে চোখে,তার স্বপ্ন ভেঙে ফেলো
তাকে নিয়ে কেন তুমি,ভাঙার খেলা খেলো]-২
[এই কি কাজ তোমার,এই বিচার হয় তোমার?]-২
জীবনের স্বপ্নকে গড় এলোমেলো
যে দোষী তারে বাঁচাও!
জানি না কেন বাঁচাও?
বুঝি না কেন কাঁদাও?
[ওগো ভগবান বুঝি না যে তোমায়!]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *