Ogo Amar Agamani Alo with lyrics
ওগো আমার আগমনী আলো
দুর্গা পুজোর গান
Mahalaya Song
Ogo Amar Agamani Alo with lyrics
ওগো আমার আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো।
এই শারদের ঝঞ্ঝাবাতে
নিশার শেষে রুদ্রবাতে
নিভল আমার পথের বাতি
নিভল প্রাণের আলো।
ওগো আমার পথ দেখানো আলো
জীবনজ্যোতিরূপের সুধা ঢালো ঢালো ঢালো।
দিক হারানো শঙ্কাপথে আসবে,
অরুণ রাতে আসবে কখন আসবে,
টুটবে পথের নিবিড় আঁধার,
সকল দিশার কালো।
ওগো পরম ভালো।
বাজাও আলোর কণ্ঠবীণা
অরুণ রাতে আসবে কখন আসবে,
টুটবে পথের নিবিড় আঁধার,
সকল দিশার কালো।
ওগো পরম ভালো।
বাজাও আলোর কণ্ঠবীণা
ওগো আমার আগমনী আলো
ওগো আমার আগমনী আলো
ওগো আমার আগমনী আলো
জ্বালো প্রদীপ জ্বালো, জ্বালো
ওগো আমার আগমনী আলো
এই শরতের ঝঞ্ঝাবাতে
নিশার শেষে রুদ্র মাতে
এই শরতের ঝঞ্ঝাবাতে
নিশার শেষে রুদ্র মাতে
নিভলো আমার পথের বাতি
নিভলো প্রাণের আলো
ওগো আমার আগমনী আলো
ওগো আমার পথ দেখানো আলো
জীবন জ্যোতিরূপের সুধা ঢালো, ঢালো, ঢালো
দিক হারানো শঙ্কাপথে আসবে
দিক হারানো শঙ্কাপথে আসবে
অরুণরথে আসবে, কখন আসবে?
টুটবে পথের নিবিড় আঁধার
সকল দিশার কালো
বাজাও আলোর কন্ঠবীণা
ওগো পরম ভালো, পরম ভালো
ওগো আমার আগমনী আলো
