O Menoka O Menoka Lyrics | ও মেনকা ও মেনকা Lyrics | Antara Nandy & Ankita Nandy
Song : O Menoka O Menoka
Singer : Antara Nandy and Ankita Nandy
Composition & Lyrics : Aviman Paul
Arrangements & Programming : Aviman Paul
Backing Vocal : Arundhati Chowdhury
Acoustic Rhythm : Sumit Guha
(Dhak,Halgi, Kachh Dhol, Kanjira, Bangla Dholak,Darbuka, Dholak, Duff, Ghungroo, Wood box : Sumit Guha)
Dotara : Mandola Joy
Mixing & Mastering : Shommi Chatterjee
Vocal Dubbing Nandy Sisters : Goutam Basu
Chorus & Rhythm Dubbing : Mrityunjoy Das & Subhajit Roychowdhury
আগমনী গান
দুর্গা পূজার গান
O Menoka O Menoka Lyrics
[ ডাংর্ডা ডিডাং ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং
ডারাং
ডাংর্ডা ডিডাং ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং ] ×২
আশ্বিন আসিল
ধরা শিউলি তে সাজিল
ঢাকেরও বাদ্যিতে সবে
আনন্দে মাতিল
তাই শুনি কাশের বনে
লাগিলো যে দোলা
আকাশে ভাসিল সাদা
মেঘেদেরও ভেলা
ও মেনকা ও মেনকা
আয় গো তাড়াতাড়ি
একটি বছর পরে উমা আইলো বাপের বাড়ি
ওই বুঝি মর্ত্যলোকে
বাজিল আগমনী
ঘরেতে আসিলো
মাগো দুর্গতিনাশিনী
Antara :
আসিল ঘরেতে উমা
লয়ে সরস্বতী
গণেশ কার্তিক সনে
লক্ষ্মী চপলমতি
তোমারে আনিব ঘরে
এই ছিল বাসনা
সম্মুখে পাইয়া তোমারে
কি করি প্রার্থনা
মাগো
গোলা ভরা ধান দিও
মেধাবী সন্তান দিও
দিও মাগো কাজ সবার হাতে
সবারে সুমতি দিও
তোমার কৃপায় রাখিও
সবার সন্তান দুধে ভাতে
মাগো
আমার ধর্ম্মেতে যেন
আমার কর্ম্মেতে যেন
কখনও না আসে
কোনও বাঁধা
মাগো
আমার ভাষাতে যেন
আমার মাটিতে তোমার
বন্দনা গাহিতে পারি সদা
ও মেনকা ও মেনকা
আয় গো তাড়াতাড়ি
একটি বছর পরে উমা আইলো বাপের বাড়ি
ওই বুঝি মর্ত্যলোকে
বাজিল আগমনী
ঘরেতে আসিলো
মাগো দুর্গতিনাশিনী