O Gouri Lyrics | ও গৌরী Lyrics | Ankita Bhattacharrya | Mak Mallar
Singer – Ankita Bhattacharjee
Music Director – Mak Mallar
Lyrics – Anupam Aich
আগমনী গান
দুর্গা পূজার গান
O Gouri Lyrics
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
কাশের বনে মাঠ ভরিচে,
তুলার লাহান মেঘ করিচে।
এইসব দেইখ্যা বুজতে পারি,
এইবার বেডি আইবো বাপের বাড়ি।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
Verse 2
ঢাক বাজবো, কাঁশি বাজবো
লাগবে মনে ঘোর
মাইয়াডা মোর মণ্ডপে তে বইয়া থাকবো রাত ভোর।
বুড়া বুড়ি, পোলাপানে, ভিড় জমাইছে সব দিক।,
গৌরী আইছে, তাই তো দেখি আলোয় ঝিকিমিক।
গৌরী আহে সিংহ চইড়া,
মহিষাসুর দমাই ধইরা।
এট্টা সাহস, এট্টা দাপট,
ওসুর খাইলো বিডা কইষ্যা চাপট ।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
Verse 3
অষ্টমীতে নৈবিদ্দি, নবমীতে অন্ন,
ভোর থাইক্কা রান্না চাঁপাই মাইয়া তোর জন্য।
ডাকের সাজে, টাইরা , টিকলি, আহা কি তোর রূপ
দশমী আইলে মন টা কান্দে, ঢাকের বাদ্যি হবে চুপ।
যাওয়ার সময় হই এলো তোর,
সিন্দুরে মাইখ্যা আদর।
আসছে বছর মাইয়া আমার,
বাপের ঘরে ফিরে আইবো আবার।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
ও গৌরী Lyrics
Singer – Ankita Bhattacharjee
Music Director – Mak Mallar
Lyrics – Anupam Aich
Music Arrangement – Mak Mallar
Rhythm Design and Arrangement – Biman Roy
Additional Arrangement – Neerajan saha
Strokes – Amit Sur
Dhak – Mallar karmakar , Biman Roy & Ritam
Bangla Dhol , Dubki and other percussion instruments – Ritam Samanta
Guitar – Avik Acharjee
Flute – Raman Singh
Additional Vocals – Mak Mainak , Mallar
Chorus Vocals – Moumita Ghosh , Sanchari Dutta , Debjani Roy , Ritosree Mukherjee
Vocal & Instrument Recorded at – Studio Magik
Recordist – Mak Mainak
Mixing & Mastering – Biman Roy
Audio Production : Biocine Production House