ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই Lyrics
O Bidhi Go Shilpi Hoye Janmai Lyrics
ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই
O Bidhi Go Shilpi Hoye Janmai
কথা,সুর ও কণ্ঠ: গোষ্ঠ গোপাল দাস
ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই Lyrics
ওরে আমার রূপসি বাংলায়,এই সোনালি বাংলায়
আবার জনম যেন পাই,শিল্পী হয়ে জন্মাই।
[ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই]-২
ওরে আমার সোনালি বাংলায়,এই রূপসি বাংলায়
আবার জনম যেন পাই,শিল্পী হয়ে জন্মাই
ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই।
[এই দেশেতে জনম-সতী,বেহুলা,সাবিত্রী
সুকান্ত,নজরুল আর নেতাজি]-২
জীবনানন্দ আরো কত কবি
আমার দেশের ছেলে বিশ্ব-রবি
[ভাটির গাঙে ভাটিয়ালি সুরে]-২
মাঝি হয়ে আমি আজো গান গাই
[ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই]-২
[এমন সোনালি ধান,কোয়েলের গান]-২
কোথায় আছে নানা জাতি একতান?
নেইকো রেষারেষি আছি মোরা পাশাপাশি
তুমি হিন্দু আর আমি মুসলমান
এমন সোনালি ধান,কোয়েলের গান।
এদেশের আকাশ,বাতাস মাটির সাথে
ভোরের শিউলিরা আছে গন্ধ মিশে
বৃষ্টি ভেজা কোনো জোছনার রাত
আমার লেখনী লেখে কবির বরাত
[গ্রাম্য বধূ চলে কলসি কাঁখে (হায়)]-২
হাজারটা রঙ নিয়ে ছবি এঁকে যায়
[ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই]-২
ওরে আমার রূপসি বাংলায়,এই সোনালি বাংলায়
আবার জনম যেন পাই,শিল্পী হয়ে জন্মাই।
[ও বিধি গো শিল্পী হয়ে জন্মাই]-২