ও আমার জন্মভূমি জননী গো
O Amar Jonmobhumi Jononi Go
কথা,সুর: আপেল মাহমুদ
শিল্পী: ফেরদৌস আরা
ও আমার জন্মভূমি জননী গো
ও আমার জন্মভূমি জননী গো
তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ
তোমাতে জন্ম নিয়ে ধন্য হলেম
তোমারই বন্দনাতে নিঃশেষ হব
তোমারই লাঞ্ছনা মা সয়না প্রাণে
তোমারই কান্না শুনি গানে গানে
জলে ভাসে আমার দু’নয়ন।
ও আমার জন্মভূমি জননী গো।
তোমার ধ্যানে ধন্য হল এই পৃথিবী মাগো
তোমার জ্ঞানের আলোয় উজল হল সবি।
সব বিলায়ে বিলীন হলে বাংলা মাগো
তোমার সোনার ধানের গোলা শূন্য করে
ও আমার জন্মভূমি জননী গো।
যুগে যুগে চেনাজানা ডাকাত এসে মাগো
তোমার ঘরে সোনাদানা সবি নিল।।
দেখেছ তুমি নীরব ছিলে অভিমানে
তোমার দেশে সোনার ছেলেরা
চৈতি চাঁদের আলোয় সেদিন
অনেক রক্ত দিয়েছিল।
তারা তোমার দুঃখ বুঝিয়েছিল
ও আমার জন্মভূমি জননী গো।
বিধির একি নিঠুর খেলা
তোমায় নিয়ে মাগো তোমার কাঁধে
ভিক্ষা ঝুলি সাজিয়ে দিয়ে।
তোমার সাোনার হাতে
ভিক্ষা দিলে যাদের সেদিন
তাদের দ্বারে তোমার দেখি অশ্রু ঝরে
ও আমার জন্মভূমি জননী গো।
ও আমার জন্মভূমি জননী গো
তোমার দুঃখে কাঁদে আমার প্রাণ
তোমাতে জন্ম নিয়ে ধন্য হলেম
তোমারই বন্দনাতে নিঃশেষ হব
তোমারই লাঞ্ছনা মা সয়না প্রাণে
তোমারই কান্না শুনি গানে গানে
জলে ভাসে আমার দু’নয়ন।
ও আমার জন্মভূমি জননী গো।