ও আমার বন্ধু গো Lyrics
O Amar Bondhu Go Lyrics
ও আমার বন্ধু গো
O Amar Bondhu Go
ছায়াছবি: কেয়ামত থেকে কেয়ামত
কথা: মনিরুজ্জামান মনির
সুর: আলম খান
শিল্পী: রুনা লায়লা ও আগুন
ও আমার বন্ধু গো Lyrics
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার।
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান।
তুমি আমারই বলবো শতবার।
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাঁধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ।
তুমি আমারই,হায়,বলবো শতবার।