NOY KONNA KOTHA Lyrics
নয় কন্যা কথা Lyrics
আগমনী গান
দুর্গা পূজার গান
NOY KONNA KOTHA Lyrics Song Credits
Producer: Arjun Sen
Director: Suchitra Sen
Lyrics: Saikat Sarkar
Composition: Kishan Das
Singer: Suchitra Sen
Instrumental Arrangement: Tapas Dhar
Flute: Alak Das
Choreographer: Soumyadeep Bhattacharya
-Costume & Concept Design: Subhajeet Chakraborty
-Makeup: Arpita Biswas
Jewelry Courtesy: Niva ( The fashion jewellery)
Cinematography: Sajib Bhowmik
VFX & Editing: Anindya Paul Chowdhury
Photo Editing & Manipulation: Rahul Ghosh & Soumyadeep Bhattacharya
Performers: Jeniva Das, Sramana Dutta, Anudipa Chakraborty, Shreyashee Purkayastha, Nandini Majumdar, Ekta Mukherjee
নয় কন্যা কথা Lyrics
দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা অতি
অগ্নিকুণ্ডে মাঝে সমাহিত
দেবকুল আহবানে অসুরবিনাশিনী
আদ্যাশক্তি পুন আবির্ভূত
বৃষভ আরোহিনী ত্রিশূলধারিনী
গিরিরাজ নন্দিনী পদ্মধৃতা
অর্ধচন্দ্র শোভা শৈলপুত্রী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী শৈলপুত্রীয়ৈ নমঃ
নারদ উপদেশে তপস্বিনী বেশে
পার্বতী শঙ্কর আরাধনায়
নির্জলা যাপনে দৃঢ় শঙ্করী
তপস্যারত ক্লিষ্ট কায়ায়
কমণ্ডলু হস্তে জপমালা ধারিণী
শ্বেতবস্ত্র উমা পরিহিতা
মহাযোগিনী ব্রহ্মচারিণী
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী ব্রহ্মচারিণীয়ৈ নমঃ
ত্রিনয়ন শোভিত মহাতেজস্বিনী
বিপদনাশিনী শিবজায়া
অশুভশক্তিনাশী দূর্ভোগদলনী
জগৎজননী মহামায়া
ব্যাঘ্র আরোহিনী দশভূজা অস্ত্র
সর্ববাদ্যময়ী সুসজ্জিতা
মহারনচন্ডি চন্দ্রঘন্টা মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী চন্দ্রঘন্টায়ৈ নমঃ
কুষ্মা জঠরধারি বিশ্বসৃজয়নী
আদ্যাশক্তি মাতা কৃপাসিন্ধু
স্নিগ্ধ হাস্যরতা তিমির বিলোপনী
অমৃতসম আলোক বিন্দু
ব্যাঘ্র আরোহিনী অষ্টভুজা পাপ
ত্রিতাপহারিণী কুম্ভধৃতা
দিবাকর নিবাসিনী কুষ্মাণ্ডা মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী কুষ্মাণ্ডয়ৈ নমঃ
কুমারেশ সৃজিতা পদ্মাসনা
মাতৃরূপেন স্নেহময়ী
হে মহাশৌর্যা মহাঅভয়া
বহ্নিশিখা দৈত্যজয়ী
সিংহ আরোহিনী চতুর্ভুজা মা
শতদল হস্তে প্রতিষ্ঠিতা
ষড়ানন ক্রোড়ে স্কন্দমাতা জয়ো
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী স্কন্ধমাতায়ৈ নমঃ
যুদ্ধডঙ্কা বাজে যুদ্ধদেবী সাজে
নমো কাত্যায়ন দুহিতা
আজ্ঞাচক্রধারী দানব ঘাতিনী
শক্তিরূপেন শত্রু চিতা
সিংহ আরোহিণী চতুর্ভুজা রণ
খড়্গহস্তে উগ্র লোহিতা
দেবতেজোধারিণী কাত্যায়নী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী কাত্যায়নীয়ৈ নমঃ
কৃষ্ণবর্ণ তনু এলোকেশী রূপিনী
আগ্নেয়াক্ষি মহাভয়ঙ্করী
পাপিষ্ঠ নাশিনী প্রলয় রূপিনী
ধর্ম স্থাপনায় শুভঙ্করী
গর্ধভ আরোহিনী চতুর্ভুজা মা
বজ্র খড়্গে সমাদৃতা
বিদ্যুৎ মালিকা কালরাত্রি মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী কালরাত্রিয়ৈ নমঃ
গৌরবর্ণা তনু গাঙ্গেয় স্পর্শিনী
মহাউজ্জ্বলা অদ্বিতীয়া
হে করুণানিধি বিশ্ববন্দিনী
মঙ্গলদায়িনী শিবপ্রিয়া
বৃষভ আরোহিনী চতুর্ভুজা শূল
ডমরু হস্ত রূপে স্নিগ্ধতা
শুভ্র শেতাম্বরী মহাগৌরী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী মহাগৌরীয়ৈ নমঃ
অষ্ট সিদ্ধিদায়ী সিদ্ধেশ্বরী মা
স্বর্ণবর্ণা দেবী মহেশ্বরী
হে মহাশক্তি রুদ্র আরাধ্যা
মহামন্ডিত দিগম্বরী
কমল আরোহিনী চতুর্ভুজা গদা
শঙ্খচক্র সহ পদ্মধৃতা
মহাযশশ্রী সিদ্ধিদাত্রী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা
ওম দেবী সিদ্ধিদাত্র্যৈ নমঃ