নাচে মন ঢাকের বোলে Lyrics | Nache Mon Dhaker Bol E Lyrics | Durga Puja Song
Nache Mon Dhaker Bol E – Music Video | Subhashree Jena, Priyanshu Panda | Barenya Saha, Subhasree D
Song – Nache Mon Dhaker Bol E
Singer & Featuring – Subhasree Debnath & Barenya Saha
Composition & Music Direction – Barenya Saha
Lyrics – Pijush Das
Strokes – Subham Kanjilal
Arrangement & Mixing – Dipesh Chakraborty
Vocals & Strokes recorded at Niyogi’s Place, Kolkata
আগমনী গান
দুর্গা পূজার গান
নাচে মন ঢাকের বোলে Lyrics
শরৎ এলো আজ
নাচে মন ঢাকের বোলে
পুজোর নতুন সাজ
জয় মা দুর্গা বলে
কটা দিন পাড়াতে
খুশিদের বাজনা বাজা
সারা রাত বেড়াতে
এ কদিন সবাই রাজা
বুকে জাগে আনন্দের দোল (আর)
করে চলে হাঙ্গামা হুল্লোর
মেঘের অভিযান আকাশে ভাসে
আগমনীর সুর বাতাসে আসে
আলো রঙ রাঙালো গায়ে
জয় দুগ্গা মা দুগ্গা মা দুগ্গা মা রে
নাচাবো ধুনুচী কে থামারে
জানি তুমি সাথে আছো মা
তোমারই গাই গরিমা
তোমারই মহিমা
হৃদয়ে তোমারই আল্পনা
সারাবছর ধরে মা
অপেক্ষা তাই করি মা
পার্বনে তোমারই দিন গোনা
তোমারই গাই গরিমা
তোমারই মহিমা
হৃদয়ে তোমারই আল্পনা
সারাবছর ধরে মা
অপেক্ষা তাই করি মা
তারপরে তোমারই দিন গোনা
উৎসবে মেতেছি সবার সাথে
জীবন মরণ মায়ের হাতে
রয়েছে মা সবসময়
হাত রেখে মা এই পায়ে
বুকে জাগে আনন্দের দোল (আর)
করে চলে হাঙ্গামা হুল্লোর
মেঘের অভিযান আকাশে ভাসে
আগমনীর সুর বাতাসে আসে
আলো রঙ রাঙালো গায়ে
জয় দুগ্গা মা দুগ্গা মা দুগ্গা মা রে
নাচাবো ধুনুচী কে থামারে
জানি তুমি সাথে আছো মা
দুগ্গা মা