Murir Tin Lyrics | মুড়ির টিন লিরিক্স | Coke Studio Bangla | Riad X Pollob X Towfique

Murir Tin Lyrics

মুড়ির টিন লিরিক্স

Coke Studio Bangla

Riad X Pollob X Towfique

Murir Tin | Coke Studio Bangla | Season 2 | Riad X Pollob X Towfique

 

Murir Tin Lyrics

[Pre-Chorus: Riad Hasan]
হালুগাডত্তুন ছাইজ্জি গাড়ি লই আল্লার নাম
একগন্টা ফার ঐগেইয়্যে আইযু বদ্দারাট ন’আইলাম
কুরোর ডইল্ল্যে যুরি যুরি চলের গাড়িগান
ডাইবারত্ত্যেঁ সুইৎ-বুইৎ নাই যাত্রী ফ্যারেশান
ওরে ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান

[Chorus: Riad Hasan, Mithun Charka]
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আইয়ু আইয়ু আইয়ুনা বাই, দুঁউর দ্য না ভাই!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু বাই বাংতি টিয়া দ’না
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আগে বারো ওস্তাদ!

[Instrumental]

[Pre-Chorus: Riad Hasan]
রাস্তার ও বাই মা-বাফ নাই হতঅন ফর্ ফর্ গাঁতা
গাঁতাৎ ফৈল্ল্যে উল্ডি আইয়্যে হইলযে-গুইলদে-মাতা
যেন্ডে-এঁন্ডে ব্যারেক্ গরে সকেট্-যাম্পার নাই
ব্যারেকর ছুডে গাড়ির বুতুরে মানুষে বারি হায়
ওরে হদুউন মানুষ ফিছে হালি রাহি সাম্মে আইয়েনে মরে
আর হদুউনে উডি মইষুর ডইল্যে চাইট্যে-চাইট্টি গরে
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান!”
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান
You might also like
DOT XXX
Watsky
Nahubo
ANIMES ROY & Daughter Of Coastal
Lost
Linkin Park
[Chorus: Riad Hasan, Mithun Charka]
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু বাই গা বুতুরে কা? আইস্তে লাইগ্যু!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ফিছে য’না বাই ফিছে হালি ত!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ওস্তাদ ডাইনে ফ্যালাষ্টিক্, ডাইনে ফ্যালাষ্টিক্!

[Verse 1: Pollob Vai]
কেউ উঠে, কেউ নামে, কেউ ঘুরে, কেউ কামে
বাস থামে, কেউ ঢুকে চামে দিয়া বামে
সিট খালি নাই, কেনে দেও গালি ভাই?
আইও আমার কুলো বইযাও, যাইবায় আধা দামে
চাচা স্যরি! ১ হাত লাম্বা দাড়ি
পাও পারা মারি, দিসি, দিসো ঝাড়ি
সিলেট আমার বাড়ি, বাদ দিলাও রে বা
তুমারেও তো দেখতে লাগের মৌলভীবাজারী
ঢুকিজিবায় গাতোর তলে, ভুল বাসো উঠিগেলে
স্টিয়ারিং হাতো দিলে, জীবন লইয়া গুটি খেলে
সাইডোর passenger-এ পান খাওয়াইয়া ফুটি গেলে
ব্রেইক ফেইল মারি ডুবিজিবায় সুরমার জলে
উস্তাদ সাবধানে যাও, সাইডে plastic
মাইনষের জীবন এক মুড়ির টিন, so fantastic!
যাত্রার মাঝ পথো বিরতি? কে জানে নিয়তি!
টান দিলে মাস্তি, উল্টিলে শাস্তি!
[Pre-Chorus: Riad Hasan]
যাত্রী উডের-লামের চলের, লক্কর-ঝক্কর গাড়ি
খন চিবেদি বুডুর গরি দিবু ফকেট মারি
হ্যাল্পাঅর লই হইজ্যে চলের বাংতি টিয়া লই
উন্দি ছ গই ভারা ন’দি লামি গেইয়্যে গই
কত ডইল্যে মানুষ উডে, কত ডইল্যে তাল
কেই বৈ থাকে নমাতি আর কেই মারে গাল
হাক্কু গাইল দের “ওডো ডাইবার তিঁয়্যেই ন’তাইস্ টান!”
ফিছুর সিডুৎ বৈ বৈএনে লেহির এই গান

[Chorus: Riad Hasan, Mithun Charka]
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
কিরে ভাড়া আর হ’বার তুয়াইতাম?
হালুগাইট্ট্যে মুড়ির টিন
অবাজি ফাডা ছিরে টিইয়ে লইতেন্য!
হালুগাইট্ট্যে মুড়ির টিন
ছাই লেডিস ছিট ছারি দ’না ভাই, ছারি দ’না

[Verse 2: Towfique Ahmed]
এ ভাইডি গাড়িতি কিডা কিডা ওঠলো হিসাব ঠিকঠাক রাহিস কলাম
চুইঝাল গোস খাইয়ে আইসি ঢ্যাকা কাহা ওঠসে সিরাম!
ভাড়া-ভুড়ো না দে কেউ নামতি না পারে দেহিস
ফকু দে গেলি, দাবড়ায় নামায় দিস!
জোরে টাইনে গেলি ওক্কাহা আস্তে
মোটামুটি গতি দিলি পাইলট ঝিমোসসে
তালি যাবো কিরোম ওরে উইড়ে উইড়ে?
ফুলতলাত্তে সোনাপোতা ঘুইরে ঘুইরে?
নাতি খাতি বেলা যায় শুতি পারি না
স্টেরিং এ বসলি পরে উঠতি পারি না
রাস্তাডা ভাংগা-ভুংগো যাত্রীগে তাড়াহুড়ো
ছলফলগে হুড়োহুড়ি নিতি পারি না
গাড়ি কহনও জিরোয় না তাড়াতাড়ি চলতিসে
কিলাস চাইপে ধইরে ধইরে চাইর ঠ্যাং ঘুরতিসে
কুয়ানতে কুয়ানে কোন তালে যাচ্ছে?
নাইচে কুইদে ঠেইলে ঠুইলে বেতালে দোড়োচ্ছে
[Pre-Chorus: Riad Hasan]
ঠিয়েই ঠিয়েই মানুষ লর গায়ে গায়ে লাগা
দুই সিডুর মাঝ’দি নাইরে ঠ্যাং রাহিবের জাগা
হাক্কু হাঁশের হুক্কুর হুক্কুর শিন্যাৎ ফৈজ্জ্যে টান
ফিছুর সিডুৎ বৈ বৈ এনে লেহির এই গান

[Chorus: Riad Hasan, Towfique Ahmed, Pollob Vai]
হালুগাইট্ট্যে মুড়ির টিন
এ ladies উঠতেছে ঠিকঠাক বসাইস
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আরে ভাই আপনে ব্যাটা মানুষ ladies seat-এ বইলা খ্যানে?
হালুগাইট্ট্যে মুড়ির টিন
টাহা-টুহা ঠিকঠাক নিস এই
হালুগাইট্ট্যে মুড়ির টিন
আফনার কিউর হাফ ভাড়ারে ভাই, আফনে তো বুড়াইচ্চা

[Chorus: Riad Hasan, Mithun Charka]
হালুগাইট্ট্যে মুড়ির টিন
বদ্দারাট, সক্ বাজার, আন্দরকিল্ল্যে, নিউমার্কেট
হালুগাইট্ট্যে মুড়ির টিন
উস্তাদ সোলো গর লামাই দি
হালুগাইট্ট্যে মুড়ির টিন
দুরু লাইমতু দ’না, ফিছে য না
হালুগাইট্ট্যে মুড়ির টিন

Curated & Produced by Shayan Chowdhury Arnob
Music composed and arranged by Shuvendu Das Shuvo
Additional Arrangement: Adit Rahman

Murir Tin Written & Composed by Riad Hasan
Sylheti Rap Written by Pollob Vai, Khulna Rap Written by Towfique Ahmed

Chief Sound Engineer: Faizan Rashid Ahmad (Buno)
Mixed by Ifte Khairul Alam Shuvo
Mastered by Faizan Rashid Ahmad (Buno)

ARTISTS
Riad Hasan – Vocals
Pollob Vai – Vocals
Towfique Ahmed – Vocals
Rubayat Rehman – Vocals
Jannatul Firdous Akbar – Vocals
Shanila Islam – Vocals
Shuvendu Das Shuvo – Vocals, Mandolin
Mithun Chakra – Vocals, Percussions
Maesha Marium – Harmonica
Mohaimin Karim – Double Bass
Kabil Mia – Trumpet
Rahin Haider – Tenor Saxophone
Sayonton Mangsang – Alto Saxophone
Apurba Mustafa – Trombone
Md. Mobarak Hossain – Percussion
Pradyut Chatterjea – Piano & Synth
Mazruq Islam (Nafi) – Drums
Wadid Mahmood – Drums

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *