মরি হায় হায়রে দুঃখের কথা Lyrics | Mori Hay Hayre Dukher Katha Lyrics

মরি হায় হায়রে দুঃখের কথা Lyrics | Mori Hay Hayre Dukher Katha Lyrics

মরি হায় হায়রে দুঃখের কথা
Mori Hay Hayre Dukher Katha
কথা ও সুর: নীলকমল রায়
কণ্ঠ: গোষ্ঠ গোপাল দাস

 

মরি হায় হায়রে দুঃখের কথা Lyrics


[মরি হায় হায়রে!
দুঃখের কথা কারে শোনাব]-২
বিয়ের রাইতে পতি যার মরে
তার কথা কী কব?
দুঃখের কথা কারে শোনাব?
মরি হায় হায়রে!
দুঃখের কথা কারে শোনাব?
বসন্ত চইলা গেছে গো,আবার আসিবে,
এই দেহে ভাটা পড়িল গো-
জোয়ার কি বইবে?
আমার অন্তরেরই মধু শুকাইলো
আমার যৌবনেরই মধু শুকাইলো-
অসময়ে কার শাপে গো!
দুঃখের কথা কারে শোনাব?
মরি হায় হায়রে!
দুঃখের কথা কারে শোনাব?
সইলো না সুখ আমার কপালে,আমি অভাগী,
কচি বয়সে কলঙ্কেরই হার পড়ালে বিধি।
[আমি কোথায় গিয়ে সান্ত্বনা পাব?]-২
কার বুকে মুখ লুকাবো?
দুঃখের কথা কারে শোনাব?
মরি হায় হায়রে!
দুঃখের কথা কারে শোনাব?
বিয়ের রাইতে পতি যার মরে,
তার কথা কী কব?
দুঃখের কথা কারে শোনাব?
মরি হায় হায়রে!
[দুঃখের কথা কারে শোনাব?]-২

 

Mori Hay Hayre Dukher Katha Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *