মনের হদিস কেবা জানে | Moner Hodish Keba Jane Lyrics

মনের হদিস কেবা জানে | Moner Hodish Keba Jane Lyrics

 

মনের হদিস কেবা জানে
Moner Hodish Keba Jane
কথা ও সুর: নচিকেতা চক্রবর্তী
কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী

 

Moner Hodish Keba Jane Lyrics


মনের হদিস কেবা জানে
কী যে থাকে মনের ঘরে?
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।
মনের হদিস কেবা জানে
সে হদিস কেবা জানে
কী যে থাকে মনের ঘরে?
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।
না না কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।


[খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝেনা সে বোকা,
আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা]-২
[তবু পাখির মন তো আকাশ পরে]-২
কেন যে মন এমন করে?
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।
মনের হদিস কেবা জানে
কী যে থাকে মনের ঘরে?
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।


[খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে,
হাজার নিন্দা চাদর করে চড়ি তুলোর রথে]-২
[জানি ভালোবাসা আছে ঘরে]-২
তবু কি মন খুঁজেই মরে!
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।
মনের হদিস কেবা জানে
কী যে থাকে মনের ঘরে?
কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে।
[না না কেউ জানে না,কেউ জানে না-
সেও জানে না যে ধারণ করে,ধারণ করে]-৩

 

মনের হদিস কেবা জানে

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *