মন্দ কিছু শুনো না Lyrics | Mondo Kichhu Shuno Na Lyrics

মন্দ কিছু শুনো না Lyrics | Mondo Kichhu Shuno Na Lyrics

মন্দ কিছু শুনো না
Mondo Kichhu Shuno Na
ছায়াছবি: রক্তেলেখা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: বাপ্পী লাহিড়ী ও
অলকা ইয়াগনিক

 

মন্দ কিছু শুনো না Lyrics


হুঁ হুঁ হুঁ আ আ আ
[মন্দ কিছু শুনো না
মন্দ কিছু দেখো না,
মন্দ কিছু বলোনা কখনো
এই হোক জীবনের গান]-২
মনে রেখো চিরদিন,চিরকাল।
মন্দ কিছু শুনো না
মন্দ কিছু দেখো না
মন্দ কিছু বলোনা কখনো
এই হোক জীবনের গান।
[সূর্য যদি ডুবে যায়,
ভুবন ভরে তমসায়]-২
আশার প্রদীপ যেন
নেভেনা নিরাশায়।
সেই সে আলোর পরশে যেন
নির্ভয় হতে পারে প্রাণ।
মনে রেখো চিরদিন চিরকাল।
মন্দ কিছু শুনো না
মন্দ কিছু দেখো না
মন্দ কিছু বলোনা কখনো
এই হোক জীবনের গান।
[মানুষ বড় দুর্বল,
দুঃখ তাদের সম্বল]-২
প্রতি পদে প্রলোভন আছে
মন করে চঞ্চল,
সুখের আশায় নিজেকে বিকিয়ে
করোনা নিজের অপমান।
মনে রেখো চিরদিন চিরকাল।
মন্দ কিছু শুনো না
মন্দ কিছু দেখো না,
মন্দ কিছু বলোনা কখনো
এই হোক জীবনের গান।
[কখনো যদি অবিচার,
কখনো যদি অনাচার]-২
নির্মম নিষ্ঠুর হাতে
সত্যকে করে সংহার।
সত্যের জন্য প্রাণ দিতে হলে
হাসিমুখে দিও তাই দান
মনে রেখো চিরদিন চিরকাল।
[মন্দ কিছু শুনো না
মন্দ কিছু দেখো না
মন্দ কিছু বলোনা কখনো
এই হোক জীবনের গান]-২
[মনে রেখো চিরদিন চিরকাল]-২

 

Mondo Kichhu Shuno Na Lyrics

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *