Mon valo nei bar bar mone hoy Lyrics | মন ভালো নেই বারেবারে মনে হয়

Song:Mon valo nei bar bar mone hoy
Singer: Fuad Ft. Shanto

 Mon valo nei bar bar mone hoy Lyrics

মন ভালো নেই বারেবারে মনে হয়
তুমি পাশে নেই ভাবি ধুর ছাই কেন কাটেনা সময়
সাতটি রঙে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায়
তোমার জন্য বেদনায় গান লিখেছি
বুকে সব স্মৃতিগুলো এক করে সুর বেঁধেছি
মনে একটাই সুখ আমাকেও খুব ভালবাসো তুমি তাই
ভালবাসি তোমায় এতটা
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা
জানি তুমি ভাল নেই আমায় একা রেখে
ভীষণ কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখখানি
ক্ষণিকের জন্য থাকব আজ যে এখানে
ভেবে তুমি আসবে আমার এই জীবনে
কারণ ভালবাসো আমায় এতটা
রাত কাটে নির্ঘুম আমি নিশ্চুপ নিঃস্ব ভেবে যাই
ভালবাসি তোমায় এতটা।।

Check Also

শ্রীকৃষ্ণ-বন্দনা | (হে) দেব ভবন্তং বন্দে Lyrics | ShriKrishna Bandana | (He) Dev Bhabantang Bande Lyrics

শ্রীকৃষ্ণ-বন্দনা (হে) দেব ভবন্তং বন্দে Lyrics ShriKrishna Bandana (He) Dev Bhabantang Bande Lyrics শ্রীকৃষ্ণ-বন্দনা (হে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *