মন তুমি আছো কোন তালে Lyrics | Mon Tumi Acho Kon Tale Lyircs

মন তুমি আছো কোন তালে Lyrics

Mon Tumi Acho Kon Tale Lyircs

মনোমোহন

 

মন তুমি আছো কোন তালে Lyrics

 

মন তুমি আছো কোন তালে?
দিন থাকতে লও হরিনাম, কাঁদবি রে দিন গেলে।
কার বা বাড়ি কার বা ঘর, কে হয় আপন কেবা পর
কোনদিন জানি টান দিয়ে লয় তোরে কোলে।
কোথায় রবে রঙ্গ-তামাসা, কোথায় যাবে মনের আশা
দালান কোঠা, ভাঙবে বাসা, ভস্ম হবি গাঙের কূলে।
চক্ষু কর্ণ নাকে মুখে, সাফ করিছ সাবান মেখে
পুড়ে যাবে আগুন লেগে কিম্বা কাকে খাবে খুলে।
মাটির দেহ হবে মাটি, হওয়ার আগে হও না খাঁটি
ছেড়ে দাও সব পরিপাটি, লাঠি-শোঠা রাখো তুলে।
শোনো রে মানুষ বলি তোরে, স্বপন দেখিস নেশার ঘোরে
ভাঙলে নেশা পাবি দিশা হিসাব দিতে লাভে-মূলে।
মনোমোহন কয় বিনয় করে, ধান্দাবাজি বুঝে নে রে
আন্ধার মতো ঘুরিস না রে ডাকো রে হরিবল বলে।

 

Mon Tumi Acho Kon Tale Lyircs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *