মোহনায় এসে নদী যদি চায় | Mohonay Ese Nodi Jodi Chay | Key Lyrics

মোহনায় এসে নদী যদি চায়
Mohonay Ese Nodi Jodi Chay
ছায়াছবি: শত্রুর মোকাবিলা

 

মোহনায় এসে নদী যদি চায়


মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে
সাগর পারে কি বিরহ মেনে নিতে ?
ও মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে
সাগর পারে কি বিরহ মেনে নিতে ?
পারেনা কখনো পারেনা
না গো তা পারেনা কখনো পারেনা।
মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে
সাগর পারে কি বিরহ মেনে নিতে ?
পারেনা কখনো পারেনা
না গো তা পারেনা কখনো পারেনা।
জোছনা চাঁদের বুকে,ফিরে কি যেতে পারে ?
আকাশ ধ্রুবতারা,ঢেকে কি দিতে পারে ?
হো জোছনা চাঁদের বুকে,ফিরে কি যেতে পারে
আকাশ ধ্রুবতারা,ঢেকে কি দিতে পারে ?
পাঁপড়ি মেলা ফুল,কু্ঁড়ি কি হতে পারে।।
পারেনা কখনো পারেনা
না গো তা পারেনা কখনো পারেনা।।
মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে
সাগর পারে কি বিরহ মেনে নিতে ?
না গো পারেনা কখনো পারেনা
পারেনা কখনো পারেনা।
ভালবাসা হলে কেউ,তা কি ভুলে যেতে পারে ?
যে ছবি হৃদয়ে আঁকে,তা কি মুছে যেতে পারে ?
ও ও ভালবাসা হলে কেউ,তা কি ভুলে যেতে পারে ?
যে ছবি হৃদয়ে আঁকে,তা কি মুছে যেতে পারে ?
যার নাম মনে লেখা,সে কি ব্যথা দিতে পারে।।
পারেনা কখনো পারেনা
না গো তা পারেনা কখনো পারেনা।
মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে
সাগর পারে কি বিরহ মেনে নিতে ?
না গো পারেনা কখনো পারেনা।
না গো তা পারেনা কখনো পারেনা।।
না গো পারেনা কখনো পারেনা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *