মেয়েদের মন বোঝা যায় না Lyrics
Meyeder Mon Bojha Jay Na Lyrics
মেয়েদের মন বোঝা যায়না
অ্যালবাম: বাংলা আমার মা
শিল্পী: দেবাশিষ দাসগুপ্ত
মেয়েদের মন বোঝা যায় না Lyrics
লোকে বলে আকাশের
তারা গোনা যায়না;
মাঝি বলে নদীর যে,
তল পাওয়া যায়না;
আমি বলি এতো সহজ কথা।
মেয়েদের মন বোঝা যায়না।।
হায় লোকে বলে আকাশের
তারা গোনা যায়না;
মাঝি বলে নদীর যে
তল পাওয়া যায়না;
আমি বলি এতো সহজ কথা।
মেয়েদের মন বোঝা যায়না।।
মিষ্টি মুখের রূপটি দেখে,
কেউ যেন ভুলোনা,
মনে আগুন জ্বালিয়ে দিতে,
নেই ওদের তুলোনা।।
ডান দিকে তাকিয়ে
ওরা দেখে বাঁ দিকে;
সোজাসুজি ওরা চায়না।
মেয়েদের মন বোঝা যায়না।।
নয় দু’হাতের দু’গোছা চুড়ি,
নয় শুধু কঙ্কন,
নয় শুধু ঐ রুপোর মলে,
রুনুঝুনু ঝনঝন।।
চলনের ছন্দে পুরুষ কে নাচানো
এটাও ওদের গয়না।
মেয়েদের মন বোঝা যায়না।।
আসতে যেতে একটি মেয়ে,
রোজ দেখা যদি পাও,
ভালবেসেছে ভেবে নিও না,
বাঁচতে যদি চাও।।
মেপে জোপে থেকো ভাই
দশ হাত দূরেতে;
ওরা ভারি সেয়ানা।
মেয়েদের মন বোঝা যায়না।।
লোকে বলে আকাশের
তারা গোনা যায়না;
মাঝি বলে নদীর যে,
তল পাওয়া যায়না;
আমি বলি এতো সহজ কথা।
মেয়েদের মন বোঝা যায়না।।
মেয়েদের মন বোঝা যায়না।।
মেয়েদের মন বোঝা যায়না।।
