Metrolife। Ghunpoka Lyrics | ঘুণপোকা লিরিক্স

Title: Ghunpoka (ঘুণপোকা)
Band: Metrolife
Album: Diprohor (দ্বিপ্রহর) 
Lyrics & tune: Mehedi Hasan Ayon
Composition: Mehedi Hasan Ayon, Zunaed Hossain Niloy, Eshan Dhrubo
Vocal: Mehedi Hasan Ayon
Guitars: Eshan Dhrubo, Zunaed Hossain Niloy
Bass: Moniruzzaman Maruf
Drums: Shovon Ashraf

আজও সময়ের পিছু,

খুঁজে ফিরছি কিছু

যা হারিয়েছিলাম সেই কবে,

ছায়ার মতো মায়ায়,

বুক বাঁধি আশায়

হয়ত আবার দেখা হবে।

স্মৃতিগুলো আজ গুমরে কাঁদে

খুঁজে ফেরে শুধু তোমায়,

কষ্টের চোরাবালিতে ডুবি ভাসি

চারপাশ ঘেরে শুন্যতায়,

এই পাথুরে নগরীতে একেকটা দিন বেঁচে থাকা,

যেন আমি এক পুরোনো কাঠের ঘুণপোকা।।

দেখ কাঁদছি আমি,কাঁদছে আকাশ 

অবাক মায়ার এই শহরে,

কানেকানে বলে যায় শীতল বাতাস, 

‘বেদনা দাঁড়িয়ে তোমার ক্লান্ত দুয়ারে।।

Check Also

অন্ধকার ঘরে লিরিক্স – Ondhokar Ghore Lyrics – Band- Paper Rhyme

গানঃ অন্ধকার ঘরে। লেখাঃ তানভীর জামান। Band- Paper Rhyme অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে কেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *