মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য Lyrics | Mauntbaten Mangal Kabya Lyircs

মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য Lyrics

Mauntbaten Mangal Kabya Lyircs

গানের শিরোনাম: মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য

 

মাউন্টব্যাটেন মঙ্গল কাব্য Lyrics


মাউন্টব্যাটেন সাহেব ও
তোমার সাধের ব্যাটন কার হাতে
থুইয়া গেলায় ও
তোমার সোনারপুরী আন্ধার কইরা ও ব্যাটন সাহেব
তুমি কই চলিলায়,
তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলায় ও।।
সর্দার কান্দে, পন্ডিত কান্দে, কান্দে মৌলানায়
কিরে হায়, হায়, হায়
আর যাথাই এযে মাথা কুটে বলদায় বুক থাপড়ায়
তোমার শ্যামা চেট্টি ভক্তবৃন্দে ও
তারা ধুলায় গড়াগড়ি যায়
তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলায় ও।।
কান্দে রাজা মহারাজা তোমার পোষ্য বাছা
ফুঁপাইয়া ফুঁপাইয়া কান্দে ও
কালা বাজারের প্যাট্ লা হুতুম প্যাচা
তোমার নয়াদিল্লী ডুবু ডুবু ও
বুঝি ভঙ্গবঙ্গ ভেসে যায়
তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলায় ও।।
যেইনা তোমার পরবর্তী
আইলা গোপাল রাজ চক্রবর্তী
আইলা গান্ধীভস্ম তিলক মাথায়
ধুতি চাদর গায়
মরি হায় হায় রে—–
ক্লাইভ কার্জনের বংশে বাতি বামুনে জ্বালায়
মরি হায় হায় রে—–
বামুনের খুশী মন, হাপুস নয়ন
তোমার লেডির গাউন কান্দিয়া ভিজায়
তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলায় ও।।
রাম গেলা বনবাসে বেউলা হইলা রাঁড়ি
(আর) যুগল ব্যাটন বিলাত গেলা কান্দে গোপালাচারী
দিল্লী হইতে পুষ্পক থে গেলায় উড়িয়া
করজোরে ভক্তবৃন্দ আসমানে চাইয়া
প্রভু নাই নাই রে
কান্দিও না সর্দার পন্ডিত
কাইন্দ না কাইন্দ না
আমি যাহা দিয়া গেলাম নাই যে তার তুলনা—
(আমি যাই যাই রে )
যাইবার যদি এটলী বাপার তুমি কইও গিয়া
ডোমিনিয়ন প্রেমের ডোরে রাখে যেন বান্দিয়া |
(হায় নাই নাই রে )

 

Mauntbaten Mangal Kabya Lyircs

 


🖇️
গানের শিরোনাম: মাউন্টব্যাটেন মঙ্গলকাব্য
গীতিকার-সুরকার-শিল্পী: হেমাঙ্গ বিশ্বাস
Songs Title: Mountbaten Mongolkabbo
Lyricist-Composer-Singer: Hemango Biswas

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *