Matir Pratima Puja Lyrics
মাটির প্রতিমা পূজা
কথা,সুর ও কণ্ঠ: অর্জুন বিশ্বাস
Matir Pratima Puja Lyrics
[পূজোতে আছে
ভক্তি সম্প্রীতির আদান প্রদান
সনাতন দর্শনে আছে
নারীদের সম্মান নারীদের সম্মান]-২
[মায়ের জাতি নারী-শক্তিকে
পূজোতেই তুলে ধরি(আমরা)]-২
তাই আমি পূজা করি
আমরা পূজা করি
মাটির মধ্যে মাকে খুঁজে
তাকে সম্মান করি,প্রাণ প্রতিষ্ঠা করি।
[এই মাটিটেই মানুষের জন্ম
মাটিই হলো মা
তাই শ্রদ্ধা জানাতে হিন্দুরা গড়ে
মাটির প্রতিমা মাটির প্রতিমা]-২
[(দিয়ে) শুদ্ধমনে শ্রদ্ধাঞ্জলি ধর্ম আচরি]-২
তাই আমি পূজা করি
আমরা পূজা করি
মাটির মধ্যে মাকে খুঁজে
তাকে সম্মান করি,প্রাণ প্রতিষ্ঠা করি।
আমি পাপপুণ্যের হিসাব-নিকাশ
পূজোতে খুঁজিনা
স্বর্গ-নরকের ধারণা
আমি ভালো বুঝিনা আমি বুঝিনা।
আমি পাপপুণ্যের হিসাব-নিকাশ
পূজোতে খুঁজি না
স্বর্গ-নরকের ধারণা
আমি ভালো বুঝিনা
[(হয়) ঈশ্বর প্রেমে সেবা ভক্তির
আসল হাতেখড়ি]-২
তাই আমি পূজা করি
আমরা পূজা করি
মাটির মধ্যে মাকে খুঁজে
তাকে সম্মান করি,প্রাণ প্রতিষ্ঠা করি।
বিশ্বাসে নাকি বস্তু মিলে তর্কে বহুদূর
তবে আমি পূজার অনুষ্ঠানে শুনি
সম্প্রীতির ওই সুর সম্প্রীতির ওই সুর।
বিশ্বাসে নাকি বস্তু মিলে তর্কে বহুদূর
তবে আমি পূজার অনুষ্ঠানে শুনি
সম্প্রীতির ওই সুর
[(আমরা) সব মানুষের
মঙ্গল কামনায় মন্ত্র পড়ি]-২
তাই আমি পূজা করি
আমরা পূজা করি
মাটির মধ্যে মাকে খুঁজে
তাকে সম্মান করি,প্রাণ প্রতিষ্ঠা করি।