মাথুর পদকর্তা : বিদ্যাপতি | হরি গেও মধুপুর হাম কূলবালা | Mathur Padakarta – Vidyapati
“ভালোবাসার এক দশক”
প্রথম গান : ‘মাথুর’
বিদ্যাপতি রচিত বৈষ্ণব পদাবলী কীর্তন
“‘মাথুর’ শুধু একটি গান নয় — এক নারীর হৃদয়ের কান্না, এক ভক্তপ্রাণের অনুভূতি , যে হারিয়েছে জীবনের সব থেকে অমূল্য সম্পদ প্রাণ কৃষ্ণকে….. যাঁর হৃদয় আজ কৃষ্ণ বিহনে শুন্য হয়ে আছে ….
শ্রীমতি রাধারানীর এই অনুভূতিকে পদকর্তা বিদ্যাপতি তার লেখনীতে তুলে ধরেছেন অপূর্বভাবে।
এই গানটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারা – আমার কাছে ভক্তির শ্রেষ্ঠ সমর্পন।
: সহযোগীবৃন্দ :
কণ্ঠ : অদিতি মুন্সী
সঙ্গীত আয়োজন : অমিত শুর
বাদ্যযন্ত্র সহযোগিতায় : সুশান্ত বুবাই নন্দী , গৌতম ভট্টাচার্য , সোমনাথ রায় , অরুনাভ গুপ্ত , সৈনিক দে , দীপঙ্কর দাস
শব্দ গ্রহণ : তরুন দাস ( ষ্টুডিও ভায়লিনা )
নৃত্য সৃজন : অয়ন্তিকা সরকার, সায়ন্তিকা পাল, সৃজা ঠাণ্ডার, প্রজুক্তা ভৌমিক ও সুদীপ কুমার ঘোষ
শিল্পীসাজ (অদিতি মুন্সী) : প্রশান্ত রায়
শিল্পীসাজ : পাপিয়া রায় ঘোষ
শিল্প নির্দেশনা: অনির্বাণ দাস
চিত্রগ্রাহক : সমর শীল ও ইন্দ্রজিৎ মজুমদার
সম্পাদনা : দীপাঞ্জন মুন্সী
কালারিস্ট – আদিত্য চৌধুরী
ট্রলি ও ক্রেন : জয়দেব মণ্ডল
আলোক সম্পাত : রাকেশ মণ্ডল
বিশেষ সহযোগিতায় : প্রসেনজিত, অনির্বান,অজু, রনি,তপন,অসীম
কার্যনির্বাহী প্রযোজক : রাজা লাহিড়ী
লোকেশন : রবীন্দ্র ভবন , দমদম
ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা :শ্রীমতী কস্তুরী চৌধুরী (পৌর প্রধান, দক্ষিণ দমদম পৌরসভা ) , শ্রীযুক্ত সঞ্জয় দাস (পৌরপ্রধান পারিষদ – স্বাস্থ্য , দক্ষিণ দমদম পৌরসভা ) এবং দমদম রবীন্দ্র ভবনের সকল কর্মী বৃন্দ
ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা : অদিতি মুন্সী
অডিও লেভেল : সঙ্গীতম
নির্মাণ,ব্যবস্থাপনা ও প্রযোজনা :
সঙ্গীতম মিউজিক্যাল হাউজ প্রাইভেট লিমিটেড
মাথুর পদকর্তা : বিদ্যাপতি
মাথুর …….
পদকর্তা : বিদ্যাপতি
তাল : ছোট দশকোশি, লোফা,চঞ্চপুট
পদ : হরি গেও মধুপুর হাম কূলবালা
বিপথে পড়ল জৈছে মালতীর মালা ।।
আখর : বিপথে দশা তেমনি হলো গো
আমার দশা , তেমনি হলো গো
আমার দশা , মালতীর মালা যেমন ।
পদ : কি কহোসি কি পুছসি , শোনো প্রিয় সজনি
কইছনে বঞ্চব হাম ইহ দিন রজনী
আখর : রয়ে রয়ে কথা মনে পরে আমার
আমি কি বা ছিলাম আর কি বা হলাম
আমি ছিলাম কৃষ্ণ ধনে ধনী
আমি এখন হলাম কাঙ্গালিনী
ওগো সার হলো আমার কৃষ্ণ ধ্বনি
পদ : নয়ানক নিদো গেও বয়ানক হাস
সুখ গেও পিয়া সঙ্গ দুঃখ হাম পাশ
আখর : জনম যাবে আমার কাঁদিতে কাঁদিতে
ওগো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে
পদ : ভনয়ে বিদ্যাপতি শুন বর নারী
সুজনক দুঃখ দিবস দুই চারি
আখর : আসবে মাধব , এই বৃন্দাবনে আসবে মাধব
তুমি অমন করে আর কেঁদ না
ওগো দুই চারি দিবস মাঝে