Manusher Parichoy Jaar Achhe Maan Hush Lyrics
মানুষের পরিচয় যার আছে মান হুশ
ছায়াছবি: পরিবার (২০০৪)
সুর: অশোক ভদ্র
কণ্ঠ: কুমার শানু
Manusher Parichoy Jaar Achhe Maan Hush Lyrics
মানুষের পরিচয় যার আছে মান হুশ,
কেন যে মানুষ তা ভুলে যায়?
যে হৃদয় কখনো আঘাত করেনি
কেন সে আঘাত শুধু সয়ে যায়?
[বলো দয়াল তোমার এ যে কেমন বিচার!]-২
ও দয়াল ও দয়াল
মন চায় সুখী হতে তবুও সবার
কপালেতে সুখ কেন সয়না?
অভাগা এ বদনাম বুকেতে নিয়ে
কেউ কোনোদিন সুখী হয়না!
[মানুষের জন্ম মানুষের জন্য]-২
কেন তা মানুষ বোঝেনা?
[বলো দয়াল তোমার এ যে কেমন বিচার!]-২
ও দয়াল ও দয়াল
কারো কারো জীবনে স্বপ্ন শুধু
চিরদিন স্বপ্নই থেকে যায়,
যে হৃদয়ে যত বেশি আশায় থাকে
দুঃখ যে তার তত বেশি হয়
[মানুষের উপকার মানুষই ভোলে]-২
কেউ কোনোদিন মনে রাখেনা
[বলো দয়াল তোমার এ যে কেমন বিচার!]-২
মানুষের পরিচয় যার আছে মান হুশ
কেন যে মানুষ তা ভুলে যায়!
যে হৃদয় কখনো আঘাত করেনি
কেন সে আঘাত শুধু সয়ে যায়?
[বলো দয়াল তোমার এ যে কেমন বিচার!]-২
ও দয়াল ও দয়াল