Manush Chara Ke Pare Tar Lyrics
মানুষ ছাড়া কে পারে তার Lyrics
শিরোনামঃ মানুষ ছাড়া কে পারে তার
শিল্পীঃ এলমা সিদ্দিকী
অ্যালবামঃ আত্মাদেবী
সরকারঃ বারী সিদ্দিকী
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ
Manush Chara Ke Pare Tar Lyrics
মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে
মানুষের ভিতরে প্রভু বাহিরেও থাকেন কভু ।।
মানুষই পারেন তারে অন্তরে নিতে
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে,
আমার ভিতর থাকেন তিনি
তার ভিতরে আমি,
সোনার সাথে তামা মিশে অলংকার হয় দামি
আমি পুড়ে পুড়ে হবো বিলীন
শুধু তার পিরিতে হায়রে,
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে ।।
অন্তর আত্মা রুহু আমার
তার সত্ত্বাররই অংশ
ভালো করে ই জানেন তিনি
কে আমি কার অংশ,
আমি দু ‘ চোঁখ বুজে খুজি তারে,
হৃদয়ের আরশিতে হায়রে
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে ।।