Bari Siddiqui

Manush Chara Ke Pare Tar Lyrics | মানুষ ছাড়া কে পারে তার Lyrics

Manush Chara Ke Pare Tar Lyrics
মানুষ ছাড়া কে পারে তার Lyrics
শিরোনামঃ মানুষ ছাড়া কে পারে তার
শিল্পীঃ এলমা সিদ্দিকী
অ্যালবামঃ আত্মাদেবী
সরকারঃ বারী সিদ্দিকী
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ

Manush Chara Ke Pare Tar Lyrics

মানুষ ছাড়া কে পারে তার বর্ণনা দিতে
মানুষের ভিতরে প্রভু বাহিরেও থাকেন কভু ।।
মানুষই পারেন তারে অন্তরে নিতে
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে,
আমার ভিতর থাকেন তিনি
তার ভিতরে আমি,
সোনার সাথে তামা মিশে অলংকার হয় দামি
আমি পুড়ে পুড়ে হবো বিলীন
শুধু তার পিরিতে হায়রে,
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে ।।
অন্তর আত্মা রুহু আমার
তার সত্ত্বাররই অংশ
ভালো করে ই জানেন তিনি
কে আমি কার অংশ,
আমি দু ‘ চোঁখ বুজে খুজি তারে,
হৃদয়ের আরশিতে হায়রে
মানুষ ছাড়া কে পারে তার বর্ননা দিতে ।।

Check Also

সব নিয়া নেরে মাওলা সব নিয়া নে | Sob Nia Nere Maula Sob Nia Ne | Song Lyrics

সব নিয়া নে রে মওলা || Maula Amar Bari Niya Ne Re শিল্পী/Singer: সালেহ বিশ্বাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *