মন্দির বাহির কঠিন কপাট Lyrics
Mandir Bahir Kathin Kapat Lyrics
মন্দির বাহির কঠিন কপাট
Mandir Bahir Kathin Kapat
বর্ষাভিসার
পদাবলী কীর্তন
পদকর্তা: গোবিন্দদাস কবিরাজ
মন্দির বাহির কঠিন কপাট Lyrics
[মন্দির বাহির কঠিন কপাট]-২
চলইতে শঙ্কিল পঙ্কিল বাট
[তহিঁ অতি দূরতর বাদর দোল
বারি কি বারই নীল নিচোল]-২
[সুন্দরী কৈছে করবি অভিসার]-২
হরি রহ মানস-সুরধুনী-পার।
ঘন ঘন ঝন ঝন বজর-নিপাত
[শুনইতে শ্রবণে মরম জরি যাত]-২
দশ দিশ দামিনী দহন বিথার
[হেরইতে উচকই লোচন-তার]-২
[ইথে যদি সুন্দরি তেজবি গেহ]-২
প্রেমক লাগি উপেখবি দেহ।
[গোবিন্দদাস কহ ইথে কি বিচার]-২
[ছুটল বাণ কিয়ে যতনে নিবার]-২