Maijbhandar Koro Dur Lyrics
মাইজভান্ডার কত দূর
Maijbhandar Koro Dur Lyrics
মাইজ ভান্ডার কত দূর
ঐ দেখা যায় ফটিকছড়ি সামনে নানুপুর।
মক্কা মদিনা বাগদাদ ছেড়ে
ভারত বর্ষের পূর্ব পাড়ে
চট্টগ্রামের উত্তর ধারে
ভান্ডার জহুর। ঐ
তিন মৌজার মাথা
ত্রিপিনীর ঘাটের দেবতা
ত্রিমন্ডের ধ্যান কর্তা
একতালে তিন সুর। ঐ
আল্লাহ রাসুল অলিআল্লাহ
তিলের মধ্যে একের খেলা
তওহীদের গুনাবলী
বাশি বাজে সুমধুর।ঐ
কেহ বলে যাওয়া গুনা
কেহ করে যাইতে মানা
কেহ আশেক দেওয়ানা
কর্মকরে ধর্মপুর।ঐ
জাতিধর্ম নির্বিশেষে
ভান্ডরে যায় মন হরষে
কোটি কোটি নারী পুরুষে
জিকির করে সুরাসুর।ঐ
গাউসুল আজম মাইজ ভান্ডরী
শেষ যামানার পার কান্ডারী
সেরাতুল মোস্তাকিমের দিশারী
নুরনবীর নুর।ঐ
হারুন কয় যার এস্কের জোর
তার নাই কাছে নাই নিকট দুর
কোটি বছরের পথ
পলকে হয় দুর। ঐ