মাগো তুমি অমন করে ডেকো না আমায়
Mago Tumi Omon Kore Deko Na Amay
ছায়াছবি: আকাশ প্রদীপ (১৯৬৩)
গীতিকার: প্রণব রায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: শ্যামল মিত্র
Mago Tumi Omon Kore Deko Na Amay Lyrics in Bangla
মাগো,মাগো
তুমি অমন করে ডেকো না আমায়
[তোমার চোখের জলে পথ যে আমার
পিছল হয়ে যায়]-২
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
[আমার কেবল মনে পড়ে]-২
প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে আছো
ফিরব কখন ঘরে?
যেন বকুল ডাকে হাত বাড়িয়ে
“আয় রে,ফিরে আয়”
বকুল ডাকে হাত বাড়িয়ে
[“আয় রে,ফিরে আয়”]-২
তোমার চোখের জলে পথ যে আমার
পিছল হয়ে যায়
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
[মথুরাতে এসেছি গো তোমারে পর করে]-২
বাইরে আমি রাজা,তবু ভিখারি অন্তরে
[মুখ বুজে,মা,থাকি(আমি)]-২
অন্তরে যে কেঁদে কেঁদে “মা” বলে আজ ডাকি
শিকল-কাটা পাখি আবার শিকল ফিরে চায়
তুমি অমন করে ডেকো না আমায়
মাগো,মাগো
Mago Tumi Omon Kore Deko Na Amay Lyrics in English
Mago Tumi Omon Kore Deko Na Amay
toamr choker jole poth je amar
pichol hoye jay
Tumi Omon Kore Deko Na Amay
mago mago
amar kebol mone pore