লেখাপড়া শিখে তুই মানুষ হবি Lyrics | Lekhapora Shikhe Tui Manush Hobi Lyrics

লেখাপড়া শিখে তুই মানুষ হবি Lyrics

Lekhapora Shikhe Tui Manush Hobi Lyrics

 

লেখাপড়া শিখে তুই মানুষ হবি Lyrics

 

লেখাপড়া শিখে তুই মানুষ হবি
বাবা মায়ের বুকের ব্যথা ভুলিয়ে দিবি।।


লোকে যদি মন্দ বলে
এমন কিছুই করবি না রে,
কেঁদে কেঁদে জীবন যাবে
দুঃখ কভু যাবে না রে।।


হাসতে হবে চলতে হবে
নইলে বাঁচতে পারবি না রে।।
অপমানের কালি যারা ছড়ায় মুখে
বড় হয়ে প্রতিবাদে দাঁড়াবি রুখে।।
কোনো কিছুর বিনিময়ে কোনো দিন
তুই হারবি নারে
কেঁদে কেঁদে জীবন যাবে
দুঃখ কভু যাবে না রে
হাসতে হবে চলতে হবে
নইলে বাঁচতে পারবি না রে।।

 

Lekhapora Shikhe Tui Manush Hobi Lyrics


১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত “চোর” ছবিতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা, সত্য সাহার সুর আর সুবীর নন্দীর দরজা কন্ঠে উল্লেখিত গানের দৃশ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা নায়করাজ রাজ্জাক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা প্রাপ্ত অভিনেত্রী সুচন্দা। ছবির সাথে সংশ্লিষ্ট গাজী মাজহারুল আনোয়ার, নায়করাজ রাজ্জাক, সত্যসাহা, সুবীর নন্দী কেউই আর ধুলির ধরায় নেই 🙁 একদিন সবাই হারিয়ে যায় 🙁 একদিন সবকিছু গল্প হয়ে যায় 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *