লাঠি যার মাটি তার Lyrics | Lathi Jar Mati Tar Lyircs

লাঠি যার মাটি তার Lyrics | Lathi Jar Mati Tar Lyircs
লাঠি যার মাটি তার
Lathi Jar Mati Tar
অ্যালবাম: বিশ্বসুন্দরী
কথা,সুর ও কণ্ঠ: নকুল কুমার বিশ্বাস

Lathi Jar Mati Tar Lyircs

(আরে) শোনেন শোনেন যত শ্রোতা
শোনেন দিয়া মন,
(আরে) লাঠি নিয়ে বেঁধেছি গান করিবেন শ্রবণ
লাঠি চরম শত্রু আবার লাঠি পরম ভাই
(এই) লাঠির চেয়ে বড়ো ওষুধ দুনিয়াতে নাই
সর্বক্ষেত্রে লাঠির বিজয় আহা মরি মরি
চেয়ে দ্যাখো চারিদিকে লাঠির ছড়াছড়ি
[লাঠি যার মাটি তার,লাঠি যার মাটি তার]-২
লাঠিয়ালের হাতের লাঠি বড়োই নির্মম
এক বাড়িতে জগত আন্ধার সামনে খাড়ায় যম
রাখালিয়ার হাতে থাকে পিন লাগানো লাঠি
খোঁচা খেয়ে গোরু ভাবে তাড়াতাড়ি হাঁটি
(দ্যাখো) পুলিশের লাঠির বাড়িতে
[চোর করে চিৎকার]-২
[লাঠি যার মাটি তার,লাঠি যার মাটি তার]-২
জমিদারের হাতের লাঠি বড়োই অহংকারী
লাঠির ভয়ে কাঁপতো প্রজা করতো আহাজারি
ছিলো সেকালের শিক্ষকের লাঠি ছোট্ট এবং সরু
(সেই) লাঠি খেয়ে মানুষ হতো কত গাধা গোরু
আবার বাদক দলের লাঠির ভঙ্গি
[দেখতে চমৎকার]-২
[(বলো) লাঠি যার মাটি তার,লাঠি যার মাটি তার]-২
গ্রামের মেলার লাঠি খেলার সেই না মধুর স্মৃতি
সজীব হয়ে ওঠে প্রাণে গ্রামীণ সংস্কৃতি
সপাং সপাং লাঠির বাড়ি লেপের দোকানে
ওই লাঠিতে কত ব্যথা লেপ তোষকই জানে
(আবার) কোঁকড়া লাঠি দিয়ে দাদু
[ধরে নাতির ঘাড়]-২
[লাঠি যার মাটি তার,লাঠি যার মাটি তার]-২
(আবার) বয়সের ভারে মানুষ যখন হয়ে যায় অচল
লাঠি হাতে নিলে তখন বাড়ে দেহের বল
(ভাইরে) মন্দলোকের হাতের লাঠি
প্রাণটা কেড়ে নেয়
অন্ধলোকের হাতের লাঠি
পথ দেখাইয়া দেয়
তাই বন্ধ করতে হবে
লাঠির অপব্যবহার অপব্যবহার
[(দেখো) লাঠি যার মাটি তার,
লাঠি যার মাটি তার]-২
০৬.০৫.২০০২ খ্রি.

লাঠি যার মাটি তার Lyrics

Check Also

Haire Lokkhi Bou Lyrics | হায়রে লক্ষ্মী বউ

হায়রে লক্ষ্মী বউ হায় সোহাগী বউ ঘরে নববধূ আসিতে সকলেই খুশিতে হাসিতে ছোটায় ঝড় বোঝেনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *