Lal Shadhinota Lyrics | জু-লাই সনদ | লাল স্বাধীনতা Song by Sangit Sarkar
Singer : Sangit Sarkar
Vocal and Lyrics : Sangit Sarkar
Music arrangement : Sangit Sarkar
Videography : Ajoy Bhattacharjee
Lal Shadhinota Lyrics
Lyrics of this song
Verse 1
জুলাই দিয়েছে মব ভায়োলেন্স, পঙ্গু করেছে জাতি।
জু-লাই সনদে বাঁচবে কি আর রাজাকারের নাতি।
আমজনতা বুঝলোনা তা করলো প্রোফাইল লাল,
দিন ফুরোতেই বুঝলো কত ধানে কত চাল।
জঙ্গিরা আজ মুক্তি পেয়ে দেশ করে লুটপাট,
রাজ কোষাগার খায় রাজাকার দেশটা গড়ের মাঠ।
Chorus
উন্নয়নের দেশটা এখন আস্ত কসাইখানা,
পশু নয় হয় মানুষ জবাই মহারাজ চোখে কানা।
দেশটা বিক্রি করে যারা গায় জুলাইয়ের গুণগান
অকালপক্ক বীজ গুলো সব ভুট্ট বাবুর দান।
বাংলাকে নয় চাইছে যারা পূর্ব পাকিস্তান,
অকালপক্ক বীজ গুলো সব ইয়াহিয়ার দান।
Verse 2
বিচারের নামে রক্তের দামে মব জাস্টিস চলে,
নাম পরিচয়ে নিজেদের ওরা জুলাই যোদ্ধা বলে।
বলে স্বাধীনতা এনেছে ওরা জাতির কর্ণধার,
লুটপাট খুন ধর্ষণ ওদের মানোবিক অধিকার।
একাত্তরের নামে ওদের অঙ্গ জ্বলে ওঠে,
পিনিক মিয়ার পিনিক শুনে লুঙ্গি তুলে ছোটে,
ভাঙছে সকল একাত্তরের মুছতে ইতিহাস,
মুক্তিযুদ্ধ মুজিব সবার অন্তরে করে বাস।
Chorus 2
মুজিবের সেই দেশটা এখন আস্ত কসাইখানা,
পশু নয় হয় মানুষ জবাই মহারাজ চোখে কানা।
দেশটা বিক্রি করে যারা গায় জুলাইয়ের গুনোগান,
অকালপক্ক বীজ গুলো সব ভুট্টো বাবুর দান,
বাংলাকে নয় চাইছে যারা পূর্ব পাকিস্তান,
অকালপক্ক বীজ গুলো সব ইয়াহিয়ার দান।
জু- লাই লালা লালা