Laage Ura Dhura Lyrics | লাগে উরাধুরা Lyrics

Laage Ura Dhura Lyrics

লাগে উরাধুরা Lyrics

 

Laage Ura Dhura Lyrics

লাগে উরাধুরা
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা

সজনী, সজনী তোমারে দেখিয়া
মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া
সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া
নাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া
আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়
মামলা হইলে পরে দেইখা নিবো থানায়
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া

ও সখা গো
প্রেমে মোরে দিও না ধরা
ধরা দিলে তোমার মন ভাইঙা হবে গুড়া গুড়া

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরাধুরা

লাগে উরাধুরা ঢেউ খেলানো চুলে
লাগে উরাধুরা ঝুমকা কানের দুলে
লাগে আউলা-ঝাউলা রূপ দেইখ্যা তোমারই
তুমি চাইলে তোমায় কিইনা দিমু লাল Ferari গাড়ি
রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া
ভাঙে ঘুম সকালে দিগ্বিদিক হারাইয়া
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া

ও সখা গো
প্রেমে মোরে দিও না ধরা
ধরা দিলে তোমার মন ভাইঙা হবে গুড়া গুড়া

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা
তুমি কোন শহরের মাইয়া গো (মাইয়া গো, মাইয়া গো)
লাগে উরাধুরা (লাগে উরাধুরা)
লাগে উরাধুরা (লাগে উরাধুরা)
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরাধুরা

লাগে উরাধুরা Song Credits:

Song: Laage Ura Dhura
Film: Toofan
Director: Raihan Rafi
Singer: ​⁠​⁠‪@PritomHasan‬ and Debosrie Antara
Lyricist: Rasel Mahmud and Shorif Uddin
Song Starring: Megastar Shakib Khan, Mimi Chakraborty, Pritom Hasan
Film Starring: Megastar Shakib Khan, Mimi Chakraborty, Chanchal Chowdhury, Masuma Rahman Nabila, Misha Shawdagar & Many More!
Tune & Music: Pritom Hasan and Rajjak Dewan
Programming and Recorded by: Pritom Hasan
DOP: Tashin Rahman
Production Design: Shihab Nurun Nabi
Dress: Farzana Sun

লাগে উরাধুরা Lyrics

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *