কুস্বপন দেখেছি গিরি Lyrics
Kuswapan Dekhechi Giri Lyrics
আগমনী
Durga Puja
Swami Samapriyananda
কুস্বপন দেখেছি গিরি
সুর- আহালিয়া
তাল- একতালা
কণ্ঠে : স্বামী সামপ্রিয়ানন্দ
খোল : রবিন চৌধুরী
চিত্রাঙ্কন : ছন্দক মজুমদার
আগমনী গান
দুর্গা পূজার গান
কুস্বপন দেখেছি গিরি Lyrics
কুস্বপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী।
অসিত বরণা উমা মুখে অট্ট অট্ট হাসি।।
এলোকেশী বিবসনা, উমা আমার শবাসনা
ঘোরাননা ত্রিনয়না ভালে শোভে বালশশী।।
যোগিনীদল সঙ্গিনী, ভ্রমিছে সিংহবাহিনী,
হেরিয়া রণরঙ্গিনী মনে বড় ভয় বাসি।।
উঠ হে উঠ অচল, পরাণ হোল বিকল,
ত্বরায় কৈলাসে চল, আন উমাসুধারাশি।