কৃষ্ণ কৃষ্ণ বল ময়না Lyrics
Krishna Krishna Bol Moyna Lyrics
কৃষ্ণ কৃষ্ণ বল ময়না
Krishna Krishna Bol Moyna
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: রমা কর্মকার
কৃষ্ণ কৃষ্ণ বল ময়না Lyrics
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
কলিকালে কৃষ্ণনাম পথের সম্বল
[কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল]-২
[কলির যুগে কৃষ্ণনাম পথের সম্বল]-২
[কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল]-২
[এই কলির যুগে কৃষ্ণনাম পথের সম্বল]-২
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
[দিন গেল নাচের তালে রাত্রি গেল নিদ্রে]-২
[না ভজিলাম রাধাকৃষ্ণ চরণার বৃন্দে]-২
[কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল]-২
[এই কলির যুগে কৃষ্ণনাম পথের সম্বল]-২
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
[ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়]-২
[দু’ চারদিনের ভালোবাসা পথের পরিচয়]-২
[কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল]-২
[এই কলির যুগে কৃষ্ণনাম পথের সম্বল]-২
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
[কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল]-২
[কলির যুগে কৃষ্ণনাম পথের সম্বল]-২
[হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে]-৪