Koto Dine Koto Betha Lyrics | কত দিনের কত ব্যথা

Koto Dine Koto Betha Lyrics
কত দিনের কত ব্যথা
– বাউল রশীদ উদ্দিন

Koto Dine Koto Betha Lyrics

কত দিনের কত ব্যথা
আমি সামলাইয়া থুইছি মনে
ব্যাথার বন্যা বইয়া রে যাইব
আমার ব্যাথা মাইনষে যদি জানে
থাইকা থাইকা মনে পরে গো
পুরান ব্যাথার কথা
আমি হারাই যাই সকল দিশা
সামাল দিব কেমনে
জানি একদিন ঘুচবে ব্যাথা
মানবিক কারণে
সেদিন আর রশিদ থাকবে না
প্রেম পিরিতির বন্ধনে

Koto Dine Koto Betha Lyrics in Bangla

কত দিনের কত ব্যথা
আমি সামলাইয়া থুইছি মনে
ব্যথার বন্যা বইয়া যাইব
আমার ব্যথা মাইনষে যদি জানে

থাইকা থাইকা মনে পড়েগো
পুরান ব্যথার কথা
আমি হারাইয়া যাই সকল দিশা
সামাল দিব কেমনে

যার জন্য আমার এত ব্যথা
সেও তাহা জানে
জাইনাও করে না জানার ভান
বুঝলাম তা অনুমানে

যারা আমার সঙ্গের সাথী
তারাও নাহি জানে
এ যে মোর একান্ত ব্যথা
অন্যে জানব কেমনে

জানি একদিন ঘুচবে ব্যথা
মানবিক কারণে
সেদিন আর রশিদ থাকবে না
প্রেম পিরিতের বন্ধনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *