কোন স্বর্গ সুখের আশায় Lyrics
Kon Swargo Sukher Ashay Lyrics
কোন স্বর্গ সুখের আশায়
Kon Swargo Sukher Ashay
শিল্পী: দেবাশিষ দাসগুপ্ত
কোন স্বর্গ সুখের আশায় Lyrics
[কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়]-২
তুমি ভুলে যাবে আমায়।
[আমি প্রজাপতি আঁকা
এই চিঠিটা পেয়েছি]-২
আমি চেয়েছি তোমাকে
এই চিঠি কি চেয়েছি?
[মন ভেঙ্গে পড়ে ব্যথায়]-২
কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়
তুমি ভুলে যাবে আমায়।
[এত বড় পৃথিবীতে
তুমি ছাড়া আমি একা]-২
আমি বাঁচব কি করে গো
না পেলে তোমার দেখা
[কেন নেবে তুমি বিদায়?]-২
[কোন স্বর্গ সুখের আশায়
তুমি ছেড়ে যাবে আমায়]-২

One comment
Pingback: Anandadhara bohichhe bhubane I আনন্দধারা বহিছে ভুবনে I Rabindra Sangeet - Key Lyrics