Kon Ba Pothe Nitaigonj Jai Lyrics
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
কাঙালিনী সুফিয়া
Kon Ba Pothe Nitaigonj Jai Lyrics
ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো
ঘুমাইয়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই, বেলা নাই
কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই, বেলা নাই
কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
নিতাইগঞ্জ করবো বাসা
মনে ছিলো দারুন আশা গো
আরে, নিতাইগঞ্জ করবো বাসা
মনে ছিলো দারুন আশা গো
এবার ছয় ডাকাতে চুক্তি করে
ছয় ডাকাতে চুক্তি করে
আশার মুখে দিলো ছাই, দিলো ছাই
কোন বা পথে নিতাইগঞ্জে যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
নিতাইগঞ্জ যাবার আশে
দাঁড়ায় আছি রাস্তার পাশে গো
আরে, নিতাইগঞ্জ যাবার আশে
দাঁড়ায় আছি রাস্তার পাশে গো
আরে, গাড়িতে চড়বো, টিকিট কাটবো
গাড়িতে চড়বো, টিকিট কাটবো
ভক্তি মাসুল কিছু নাই, কিছু নাই
কোন বা পথে নিতাইগঞ্জে যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
নিতাইগঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম ছেড়ে গো
আরে, নিতাইগঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম ছেড়ে গো
এবার নিতাইগঞ্জ বামে রেখে
নিতাইগঞ্জ বামে রেখে
ঢাকার গাঙে নাও ডুবাই, নাও ডুবাই
কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ঢাকার শহর চকবাজারে
দোকান দিলাম কামনীর কোলে গো
কাঙালিনী সুফিয়া বলে
চালানের মাল কিছুই নাই ।।
কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো
ঘুমাইয়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই, বেলা নাই
কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
গানের শিরোনাম/ Song Title: কোন বা পথে নিতাইগঞ্জ যাই || Kon Ba Pothe Nitaigonj Jai
শিল্পী/Singer: জান্নাতুল রিমা || Jannatul Rima
সুরকার/Composer: কাঙালিনী সুফিয়া || Kangalini Sufia
গীতিকার/Lyricist: নারায়ণ চন্দ্র সরকার || Narayan Chandra Sorkar
প্রোগ্রামের নাম/Show Name: বাউলা অন্তর || Baula Ontor
গানের কথা/Song Lyrics:
ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো
আমি ঘুমায়া ছিলাম, ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই, বেলা নাই
কোনবা পথে নিতাইগঞ্জ যাই
ও বন্ধুরে
নিতাইগঞ্জ করবো বাসা ,
মনে ছিলো বড়ই আশা গো ।
ছয় ডাকাতে চুক্তি করে
আশার মুখে দিলো ছাই ।
দিলো ছাই
নিতাইগঞ্জ যাবার আশে ,
দাঁড়িয়ে আছি রাস্তার পাশে ।
টিকেট কাটবো ,গাড়িত চড়বো
গত্তি মাশুল কিছুই নাই ।
কিছুই নাই
নিতাই গঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম খুলে ।
নিতাইগঞ্জ বামে রেখে
ঢাকার গাঙে নাও ডুবাই ।
নাও ডুবাই
ঢাকার শহর চকবাজারে
দোকান দিলাম কামনীর কোলে ।
কাঙালিনী সুফিয়া বলে
চালানের মাল কিছুই নাই ।
কিছুই নাই
Kon Ba Pothe Nitaigonj Jai Lyrics in English
Ami Ghumaya Chilam , Chilam Bhalo
Jege Dekhi Bela Nai Bela Nai
Kon Ba Pothe Nitai Gonje Jai
O Bondhu Re