কখন যেনো যমে এসে Lyrics | Kokhon Jeno Jome Ese Lyrics
মরণ কথা স্মরণে গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী
কখন যেনো যমে এসে Lyrics
কখন যেনো যমে এসে বাঁধে কষে, হয়ে গেছে সমন জারি।।
দাঁত নড়ে রক্ত পড়ে, পাক ধরেছে চুল আর দাঁড়ি।।
এখন চোখে কম দেখি, আবার কানে শুনি কম।
হাঁচি-কাশি সর্দি কাশে, বাইর হইতে চায় দম।।
কখন যেনো হয়রে মরণ।। চলে যাবো আপন বাড়ি।
ক্ষণিকালয় এ পরবাস ছেড়ে, যাবো আপন দেশে।
থাকবোনা আর এক মুহুর্ত, ভিসার মেয়াদ শেষে।।
ফিরতি টিকিট রেডি আছে।। রেডি যে যম গাড়ি।
কেউ হবেনা সঙ্গের সাথী, কিছুই যাবে না সাথে।
আইছি একা যাবো একা, আমলনামা যাবে সাথে।।
থাকবো মাটির কবরেতে।। ছেড়ে এই সুন্দর বাড়ি।
কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ভুল ত্রুটির ক্ষমা চাই।
ক্ষমা ছাড়া এই জগতে, চাওয়ার যে কিছু নাই।।
তাইতো তওবা পড়ছি সদাই।। নিলাম কালেমা পড়ি।